ভর্তি রেজাল্টশিক্ষা নিউজ

ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেয়েরা এগিয়ে

ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেয়েরা এগিয়ে।মেডিকেলের (এমবিবিএস) মতো ব্যাচেলর আব ডেন্টাল সার্জনসেও (বিডিএস) ছেলেদের চেয়ে এগিয়ে আছেন মেয়েরা। ছেলেদের বিপরীতে প্রায় দ্বিগুণ সংখ্যক মেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছেন, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭। তাদের মধ্যে পাস নম্বর পেয়েছেন ১৩ হাজার ৭৪৯ ছেলে, শতাংশে যা ৩৪ দশমিক ৯০। বিপরীতে প্রায় দ্বিগুণ সংখ্যক মেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবার মোট ২৫ হাজার ৬৪৬ মেয়ে এ সাফল্য পেয়েছেন, শতাংশে যা ৬৫ দশমিক ১০।

পাসের দিক দিয়েও এগিয়ে রয়েছে মেয়েরা। শুধু তাই নয় সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতেও প্রথম হয়েছে এক ছাত্রী। মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে। আর পাসকৃত ছেলের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন। লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মিম। তার প্রাপ্ত স্কোর ৯২ দশমিক ৫। আর ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫।

এদের মধ্যে সরকারি ডেন্টালে মেয়ে ২৮৮ ও ছেলে ২৫৭ জন ভর্তির সুযোগ পাবেন। রবিবার (২৪ এপ্রিল) মহাখালীতে বিএমডিসির সভাপতি মাহমুদ হাসান বিডিএস ২০২১-২২ সালের ফলাফল প্রকাশ করেন। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ৪ হাজার ৩৫০ জনের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি। সরকারিতে চান্স প্রাপ্তদের মধ্যে ২ হাজার ৩৪৫ জন ছাত্রী। আর এক হাজার ৮৮৫ জন ছাত্র।

Girls are ahead in the dental admission tests. Girls are ahead of boys in Bachelor of Dental Surgeons (BDS) as well as Medical (MBBS). Girls outnumbered boys by almost double. This time a total of 39,395 people have passed, which is 59.6 percent. Among them, 13 thousand 749 boys got pass number, which is 34.90 percent. In contrast, almost twice as many girls have passed. This time a total of 25 thousand 748 girls have got this success, which is 85.10 percent.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group