তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

ইউটিউব শর্টস এবার ডেস্কটপে দেখা যাবে

ইউটিউব শর্টস এবার ডেস্কটপে দেখা যাবে। ঠিক কবে থেকে এই পরিবর্তন আসছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই ট্যাবলেট, ডেস্কটপে চলতে শুরু করবে ইউটিউবের মিনি ভার্সন ইউটিউব শর্টস। তবে স্মার্ট টিভিতে চলবে না এই বিশেষ প্ল্যাটফর্ম। এতদিন পর্যন্ত শুধু স্মার্টফোনেই এই বিশেষ ধরনের ছোট ভিডিওগুলো দেখা যেত। সেক্ষেত্রে একটি বিশেষ ভাগও ছিল ইউটিউবে। সাধারণ ভিডিও থেকে আলাদা করেই দেখতে হত এ ধরনের ভিডিও। তবে যাই হোক, যারা শর্টস দেখতে পছন্দ করেন তারা এখন বড় স্ক্রিনে পছন্দের ভিডিও দেখার সুযোগ পাবেন।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ সারাবিশ্বে ইউটিউব ব্যবহার করছেন। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। তবে টিকটকের কারণে গত দুই বছর গ্রাহক হারিয়েছে সাইটটি। এজন্য টিকটকের মতো শর্ট ভিডিও তৈরি এবং তা থেকে আয় করার ফিচার এনেছিল নতুন ফিচার। ইউটিউব শর্টস নামে সেই ফিচার অল্প দিনেই জনপ্রিয়তা পায়। তবে এবার শুধু অ্যান্ড্রয়েডেই নয়, বড় স্ক্রিনে দেখতে পাবেন ফিচারটি। অর্থাৎ ডেস্কটপ বা ট্যাবলেটেও দেখা যাবে ইউটিউব শর্টস।

YouTube shorts can now be seen on the desktop. It is unknown at this time what he will do after leaving the post. It is expected that in a few weeks, the mini version of YouTube will start running on tablets and desktops. However, this special platform will not run on smart TV. Until now, this special kind of short video could be seen only on smartphones. In that case, there was a special section on YouTube. Such videos had to be seen separately from ordinary videos. However, those who like to watch shorts will now have the opportunity to watch their favorite videos on the big screen.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group