ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৪ এপ্রিল হতে পারে

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৪ এপ্রিল হতে পারে।২০২১-২২ সালে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (৪ এপ্রিল) প্রকাশিত হতে পারে। দুপুর ১২টার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে অধিদপ্তরের একটি সভা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বলেন, ‘আজ ফল প্রকাশের ইচ্ছা আছে। এ বিষয়ে প্রস্তুতি প্রায় শেষ। দুপুর ১২টার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এ নিয়ে আজ সকালে বিশেষজ্ঞদের দুটি দল বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই দুপুরের দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ফল প্রকাশ করা হবে। এর আগে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ তথ্য গোপন করায় সেগুলো খুঁজে বের করতে দেরি হয়েছে। গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। ইতিমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

The result of the MBBS admission test may be today 4th April. The result of the MBBS admission test in 2021-22 may be published today Monday (4th April). The decision will be taken after 12 noon, according to the Department of Health Education. Earlier, a meeting of the department was scheduled to be held. In this regard, the director of the Department of Health Education (Medical Education) Professor. AKM Ahsan Habib said on Monday (April 4) at around 9 am, “I want to announce the results today. Preparations are almost over. Details will be available after 12 noon.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group