বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১ সকাল ৯ টা-১০ টা, গ্রুপ-২ দুপুর ১১ টা -১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা-২টা এবং গ্রুপ-৪ বিকাল সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১১এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০২১-২০২২ সালে ১ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০।

পরীক্ষায় পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ( চার ) শিফটে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সালে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে। এবার ৩টি ইউনিটে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

When is the admission test in any unit of Rajshahi University? According to the shift, Group-1 examinations will be held every day from 9 am to 10 am, Group-2 from 11 am to 12 noon, Group-3 from 1 pm to 2 pm, and Group-4 from 3 pm to 4 pm. The decision was taken at a meeting of the university’s admissions committee on Monday (April 11) at noon. Admission test of all units in the 1st-year undergraduate (honors) class in 2021-2022 will be held in the MCQ system. The full standard of the test is 100.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group