ভর্তি রেজাল্টরেজাল্ট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Barisal University Admission Test Result 2019-2020 Session Has Been Published On Daily Result BD Website.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার প্রকাশিত ফলাফল অনুযায়ী ৩টি ইউনিটে সামগ্রিকভাবে পাসের হার ২৮.১১%। এরমধ্যে ক ইউনিটে পাসের হার ২৫.৭৯%, ‘খ’ ইউনিটের পাসের হার ২৪.৬৯% এবং ‘গ’ ইউনিটে পাসের হার ৪২.২১%।

বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ছাত্র উপদেষ্টাবৃন্দ, পরিচালকগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দফতর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
উপাচার্য জানান, ভর্তি পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ৪ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের মধ্যে ৩ হাজার ১৫৪ জন ছেলে ও ১ হাজার ৫৬৭ জন মেয়ে।
ক ইউনিটে ৯ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৩৮৪ জন।
খ ইউনিটে ৪ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৯৬ জন।
গ ইউনিটে ২ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৪১ জন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ


ক ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন দেবশ্রী সরকার, দ্বিতীয় হয়েছেন সাদিকা রহমান ও তৃতীয় হয়েছেন স্বর্ণা দাস।
খ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন জোয়ারিকা সাওদা, দ্বিতীয় হয়েছেন রুবিনা আক্তার ও তৃতীয় হয়েছেন সামিয়া আক্তার।
গ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন রুমি আক্তার, দ্বিতীয় হয়েছেন তাসনুভা ইসলাম নূর ও তৃতীয় হয়েছেন আবু তোরাব মুনতাসির। তারা সবাই বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ২৭ ও ২৮ ডিসেম্বর ক, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd-এ পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েজ ফরম পূরণ শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারি।
প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group