ভর্তি তথ্যশিক্ষা খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২০২১ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শেষ মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে কতজন ভর্তি বাতিল করেছে এবং ভর্তি বাতিলের সংখ্যা যদি বেশি হয় তাহলে ফাঁকা আসন কিভাবে পূরণ করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন মতামত নেই।কেন্দ্রীয় ভর্তি কমিটি (২০২০-২০২১)’-এর সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম এত দ্বারা সমাপ্ত ঘোষণা করা হলো।রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আমরা আর কোন মেধাতালিকা প্রকাশ করবো না।

The admission process at Jagannath University is over. The admission process for the first year of graduation (honors) of Jagannath University (JU) 2020-2021 has been declared over. This was stated in a circular signed by the university’s registrar engineer Md. Ohiduzzaman on Monday (March 14). How many of the students admitted in the last merit list have canceled admissions and if the number of cancellations is more, how will the vacant seats be filled? In response to this question, he said, “I have no opinion on this. According to the decision of the Central Admission Committee (2020-2021), the admission process for the 1st year of Graduation (Honours) and BBA in 2020-2021 of Jagannath University has been hereby declared to be completed. Registrar Engineer Ohiduzzaman said, “Our admission process has been completed. We will not publish any more merit lists.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group