ভর্তি তথ্যশিক্ষা নিউজ

মেডিকেল ভর্তি পরীক্ষায় যেসব নির্দেশনা

মেডিকেল ভর্তি পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে।দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ সালের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা সারাদেশে ১৯টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। কাল থেকে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল কোচিং সেন্টার।এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে ওভার সাইট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। আগামী ১লা এপ্রিল ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে আর সাড়ে ৯টায় গেট বন্ধ করে দেওয়া হবে।

এ বছর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আগামীকাল ফরম ফিলাপ করার শেষ দিন। এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। ইতিমধ্যে মনিটরিংয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।গত বছরের ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ সালের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি। আসন ৪৩৫০টি। দেশে ৭২ বেসরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৩৩৯টি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তিনি অনুরোধ জানান। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পরিচালক জানান।

The guidelines to be followed in the medical admission test. MBBS’s first-year admission test of 2021-22 in government and private medical colleges of the country will be held on 1st April. MCQ number 100 will be tested simultaneously in 19 centers across Dhaka from 10 am to 11 pm. All medical coaching centers in the country will be closed from tomorrow. The oversight committee meeting was held on the MBBS admission test. At that meeting, the date of examination was finalized. The gate of the examination center will be opened at 8 am on April 1 and the gate will be closed at 9.30 am.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group