ভর্তি তথ্যশিক্ষা খবর

২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপে একাদশের ভর্তি আবেদন শুরু

২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপে একাদশের ভর্তি আবেদন শুরু।আগামী ২৬ ফেব্রুয়ারি এ পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে। তা ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। আবেদনে শিক্ষার্থীদের অবশ্যই ১০টি কলেজে আবেদন করতে হবে বলে জানানো হয়। এর আগের তিন ধাপে ৫-১০টি কলেজ বাছাইয়ের বাধ্যবাধকতা ছিল।একাদশের ভর্তি আবেদনের ঠিকানা: http://xiclassadmission.gov.bd. আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হয়ে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের যাচাই-বাছাইয়ের পর মঙ্গলবার (১ মার্চ) রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে।৪র্থ পর্যায়ে বাছাইকৃত শিক্ষার্থীরা আগামী বুধবার (২ মার্চ) থেকে পরদিন বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত কলেজ নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় পাবে।শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পর ২০২১-২২ সালে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন আরো একবার গ্রহণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

যারা এই শেষ ধাপে আবেদন করতে পারবে:

১. যেসব শিক্ষার্থী আগে অবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি।
২. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেও কোনো কারণে কলেজে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে পারেনি; কিংবা নিশ্চায়ন করতে পারেনি।
৩. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ৪র্থ পর্যায়ের কলেজ ভর্তির অনলাইন আবেদন করতে পারবে।

The application for admission to class XI in the fourth phase will start from February 26. The online application for this phase will begin on February 26. It will continue till 8 pm on February 27. In the application, students must apply to 10 colleges. In the previous three phases, there was an obligation to select 5-10 colleges. Address of admission application for 11th: http://xiclassadmission.gov.bd. Applications can be made on Saturday (February 26) and can be made on Sunday (February 27) till 8 pm.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group