ভর্তি তথ্যশিক্ষা নিউজ

একাদশ শ্রেণিতে ভর্তি: দ্বিতীয় ধাপে আবেদনের পরামর্শ

দ্বিতীয় ধাপে আবেদনের পরামর্শ একাদশের ভর্তি।র প্রথম ধাপের আবেদন করেও ১ লাখ ১৮ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। এদের মধ্যে ১২ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত। তবে, ভর্তির মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদনের সুযোগ পাবেন। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আবেদন করার সুযোগ পাচ্ছেন।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলির আদেশাধীন] অধ্যাপক নেহাল আহমেদ গতকাল বুধবার বলেন, ভর্তির মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের আবেদন পর্যালোচনা করে যা দেখেছি তারা না বুঝে আবেদন করায় সুযোগ হয়নি। কোনো কোনো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী হয়তো ১ হাজার নম্বর পেয়েছিলেন। কিন্তু তিনি তার পছন্দ তালিকায় রাজধানীর নামী কলেজ নির্বাচন করেছেন। এখন ঢাকা কলেজকে তিনি ওই তালিকায় রেখেছেন।

ঢাকা কলেজে সর্বশেষ শিক্ষার্থী যে ভর্তির মনোনয়ন পেয়েছেন দেখা গেছে তার মোট নম্বর হয়তো ১ হাজার ১০০ বা তার বেশি। যিনি ১ হাজার নম্বর পেয়ে আবেদন করেছিলেন তিনি তাই সুযোগ পাননি। ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, পর্যাপ্ত আসন থাকলেও অনেকে সুযোগ পাননি। এর কারণ উচ্চাশা। তারা শিক্ষার্থীকে নিজ বাড়ি বা আশেপাশের প্রতিষ্ঠান নির্বাচন না করে ঢালাওভাবে আবেদন করেছেন। নাম দেখে কলেজে ভর্তির আবেদন করায় অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাননি। তবে, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদনের সুযোগ।

তারা নিজ নিজ বোর্ডের নামী কলেজগুলো নির্বাচন করেছিলেন। কিন্তু ওই কলেজগুলোতে তাদের থেকে অপেক্ষাকৃত বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরাও চয়েস দিয়েছেন। এছাড়া ১০টি আবেদনের সুযোগ থাকলেও অনেকে ৫টি আবেদন করেই আর চয়েস দেননি। যদিও তারা আরও কয়েকটি কলেজে চয়েস দিতে পারতেন। প্রথম ধাপে ভর্তির আবেদন করলেও কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে না পারা ১ লাখ ১৮ হাজার ৯০৭ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩২ হাজার ৯৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৬ হাজার ১৮ জন ও মানবিক বিভাগের ১০ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী রয়েছেন।

আর জিপিএ -৫ পেয়েও কলেজ ভর্তির জন্য নির্বাচিত হতে না পারা ১২ হাজার ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৯০৫ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৪৩৮ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮০৩ জন, যশোর বোর্ডের ২৭৫ জন, চট্টগ্রাম বোর্ডের ৬৬৬ জন, বরিশাল বোর্ডের ৪৯৬ জন, সিলেট বোর্ডের ৮৩ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৫৬৪ জন, ময়মনসিংহ বোর্ডের ৫৮৫ জন, মাদরাসা বোর্ডের ১৬৫ জন ও কারিগরি বোর্ডের ৭ জন শিক্ষার্থী রয়েছেন। জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সবাই বিজ্ঞান বিভাগের বলে জানা গেছে।

একদশ শ্রেণিতে ভর্তির জন্য পর্যাপ্ত আসন থাকলেও লক্ষাধিক শিক্ষার্থীর নির্বাচিত হতে না পারার কারণ হিসেবে ‘উচ্চাশাকে’ চিহ্নিত করেছেন শিক্ষা প্রশাসনের কর্তারা। তারা বলছেন, না বুঝে নামী কলেজে ঢালাওভাবে আবেদন করায় অনেক শিক্ষার্থী নির্বাচিত হতে পারেননি। তাদের বুঝে শুনে দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন করার পরামর্শ দিয়েছেন শিক্ষা বোর্ড কর্তারা। তারা বলছেন, একাদশে ভর্তির জন্য এখনো পর্যাপ্ত আসন আছে।

Advice for application in the second stage is the admission of class XI. Despite applying for the first stage of admission in class XI, 1 lakh 17 thousand students were not selected for admission in any college. Of these, more than 12,000 students received GPA-5. However, students who are not nominated for admission will get the opportunity to apply for the second and third stages. You will get the opportunity to apply for the second phase on 6th and 7th February.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group