ভর্তি তথ্য

দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ২০২২ Dakhil e-SIF Registration 2024

দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ২০২২ Dakhil e-SIF Registration 2024 দাখিলের রেজিস্ট্রেশন নবায়নে আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।২০২১ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে অতিরিক্ত বিষয় ছাড়া এক বিষয়ে ফেল করা শিক্ষার্থী, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২১ খ্রিষ্টাব্দে শেষ হয়েছে তারা রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন নবায়নে ২০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। তবে, অতিরিক্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে বোর্ডে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়নের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ২০২৪ সালের দাখিল পরীক্ষার অনলাইন e-SIF রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত সকল গ্রুপের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করতে হবে।

০১ জুন ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে, ২০২৪ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বোর্ডের বিজ্ঞপ্তিতে, দাখিল রেজিষ্ট্রেশন ফি্ এর পরিমান, ফি পরিশোধের সময়সূচি ও অনলাইনে e-SIF ফরম পূরণের নিয়মাবলী জানানো হয়েছে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাদ্রাসার দাখিলের ৯ম শ্রেণির অধ্যায়নরত শিক্ষার্থীদের, অনলাইন রেজিস্ট্রেশন শুরু ৬ জুন হতে। বিলম্ব ফি ব্যাতিত এই রেজিস্ট্রেশন করা যাবে ১৩ জুলাই পর্যন্ত।

দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ২০২২ Dakhil e-SIF Registration 2024

দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ২০২২ Dakhil e-SIF Registration 2024

রেজিস্ট্রেশন নবায়নের নিয়মাবলীতে বোর্ড বলেছে, আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপিসহ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের নামে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২৩ জানুয়ারির মধ্যে অবশ্যই বোর্ডে আবেদন করে রেজিস্ট্রেশন নবায়ন করে নিতে হবে। আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপি ও বিলম্ব ফিসহ ৩০০ টাকার ব্যাংক ড্রাফটসহ বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি।

The Madrasa Board of Education has directed the students to apply for the renewal of the registration by January 23. Students who have failed in one subject without taking additional part in the entrance examination of 2021 AD, whose registration expires in 2021 AD, will be able to renew their registration and take the entrance examination in 2022 AD. Students will have to pay a fee of Tk 200 to renew the registration. However, with an additional delay fee of Rs 100, the application can be submitted to the board till January 31. The Madrasa Education Board has issued a notification directing to renew the registration of students. In the rules for renewal of registration, the board has said that the registration must be renewed by applying to the board by January 23 from any branch of Sonali Bank in the name of the Registrar of Madrasa Education Board along with the application form, original registration card, and photocopy. The last date for submission of application form, original registration card, photocopy, and bank draft of Rs. 300 along with delay fee is 31st January.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group