ভর্তি তথ্যশিক্ষা নিউজ

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল।এ বছর বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী এবার ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব জানান, এবার ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। যা গত শিক্ষাবর্ষের তুলনায় অনেক বেশি।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ সালে ভর্তি পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বছর প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেবেন। গত বছর প্রতি আসনের বিপরীতে ছিলেন ৯৭ জন শিক্ষার্থী। গত ২০ মার্চ ২০২১-২২ সালে ভর্তির আবেদন শুরু হয়। এই কার্যক্রম চলে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

The dental admission test is on the 22nd of April. This year, there are 545 seats in different dental colleges and dental units. In contrast, 85,906 people have applied for admission in BDS courses. As a result, 120.93 students are taking part in the admission war against each seat. Director of the Department of Health Education (Medical Education) Professor. AKM Ahsan Habib said that this time around 6000 students have applied for the dental admission test. Which is a lot more than last academic year.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group