শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা নিউজ

প্রাথমিক নিয়োগ পরীক্ষা জেলায় জেলায় হবে

প্রাথমিক নিয়োগ পরীক্ষা জেলায় জেলায় হবে।দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা জেলায় জেলায় আয়োজন করতে রাজনৈতিক নেতাদের চাপ দেয়ার অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। তারা বলছেন, কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই একটি চক্র রাজনৈতিক নেতাদের দিয়ে জেলায় পরীক্ষা আয়োজন করতে মন্ত্রণালয়ের ওপর চাপ প্রয়োগ করাচ্ছে। জেলায় পরীক্ষা হলে প্রভাব বিস্তার করে পছন্দের প্রার্থীকে নিয়োগে সহায়তা করা যাবে এমন ধারণা থেকেই চাপ সৃষ্টি করা হচ্ছে।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ করার কথা থাকলেও সেটি সম্ভব হবে না। কেননা এই পরীক্ষা ঢাকায় হবে নাকি জেলায় জেলায় হবে সেটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শুরুতে পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেয়ার কথা থাকলেও বিভিন্ন মহলের চাপের কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ১৩ লাখ প্রার্থী আবেদন করেন। করোনা মহামারীর কারণে এখনো পরীক্ষা হয়নি। পরে শূন্য পদ বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দুই দফায় প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ও কেন্দ্র নিয়ে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রথমটিতে বলা হয়, আগামী ১ এপ্রিল থেকে রাজধানী ঢাকায় পাঁচ ধাপে পরীক্ষা হবে। পরে আরেক চিঠিতে বলা হয়, ৮ এপ্রিল থেকে চার ধাপে পরীক্ষা হবে। প্রথমটিতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষর করেন। আর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। অধিদপ্তরের শীর্ষ দুই কর্মকর্তার স্বাক্ষর থাকলেও এটিকে গুজব বলেই আখ্যা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

The Department of Primary Education (DPE) has written to the date and center of the examination for the recruitment of about 45,000 assistant teachers in primary schools in two phases. In the first, it was said that the exam will be held in five phases from April 1 in the capital Dhaka. Later, another letter said that the exam will be held in four phases from April 8. The first one was signed by the additional director general of the directorate Sohail Ahmed. The second notification was signed by DPE Director General Alamgir Muhammad Mansoorul Alam. Although the signatures of the top two officials of the directorate were signed, the Ministry of Primary and Mass Education called it a rumor.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group