শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা নিউজ

আগামী সপ্তাহের যেকোন দিন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

আগামী সপ্তাহের যেকোন দিন বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী সপ্তাহের যেকোন দিন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের যাবতীয় কাজ শেষ করা হয়েছে।

তবে সামান্য কিছু কাজ এখনো বাকি রয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো। বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও বলেন, এখানে সবাই আবেদন করতে পারবেন। এটি সবার জন্য উন্মুক্ত। ১ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকলেই আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

গত বছরের ১৫ জুলাই বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য কিছু পদ সংরক্ষণ করা হয়। এছাড়া মহিলা কোটায় প্রার্থী না পাওয়ায় এবং যোগ্য প্রার্থী না থাকায় ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৪ হাজার ৬১০ জনকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এবং ৩ হাজার ৬৭৬ জনকে ননএমপিও প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়।

৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে প্রার্থী না পাওয়ায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা থেকে যায়। এই পদগুলো পূরণ করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গতকাল বুধবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে বৈঠক করেছে এনটিআরসিএ। বৈঠকে বিজ্ঞপ্তি প্রকাশের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আগামী সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মৌখিক সম্মতিও দেয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যেই গতকালের ওই বৈঠক অনুুষ্ঠিত হয়েছে। বৈঠকে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান সভাপতিত্ব করেন। সভায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও আগামী সপ্তাহে এটি প্রকাশ করার ব্যাপারে মৌখিক সম্মতি দেয়া হয়েছে।

The Private Teacher Registration and Certification Authority (NTRCA) is going to publish a special public notice for the recruitment of 15,000 teachers in private educational institutions any day next week. This notice may be published any day next week. NTRCA Secretary. Obaidur Rahman said that all the work of publishing special public notice has been completed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group