শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই ধাপে হতে পারে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই ধাপে হতে পারে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জটিলতা এখনো কাটেনি। তারিখ, কেন্দ্র ও ধাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখের কথা বলা হচ্ছে আগামী ২২ এপ্রিল। তবে এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এ ছাড়া কয় ধাপে পরীক্ষা হবে তাও চূড়ান্ত হয়নি। ফলে ১৩ লাখ প্রার্থী অনিশ্চয়তায় রয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রাথমিকভাবে আগামী ২২ এপ্রিল আয়োজন করার প্রস্তুতি নেয়া হয়েছে। নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলেও কয় ধাপে অনুষ্ঠিত হবে তা বলা সম্ভব নয়। দুই ধাপে এ পরীক্ষা হতে পারে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে ২২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। কেন্দ্রের তালিকা ও কোন কেন্দ্রে কতজন পরীক্ষা দিতে পারবে, সে বিষয়ে তাদের জানাতে বলা হয়েছে। কর্মকর্তারা তথ্য পাঠানোর পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয় ২০২০ সালের ২৫ অক্টোবর। শুরুতে শূন্য পদের সংখ্যা ৩২ হাজার বলা হলেও পরে বাড়িয়ে করা হয় ৪৫ হাজার। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

এদিকে গত ৩০ মার্চ ৬১টি জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জুম মিটিং করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে সবাই ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন। সভায় তারা বলেছেন, নিয়োগ পরীক্ষা দুই দফায় নেওয়া প্রয়োজন। যদিও এর আগে পরীক্ষা ঢাকায় কেন্দ্রীয়ভাবে নেওয়ার মত দিয়েছিলেন বেশির ভাগ জেলা শিক্ষা কর্মকর্তা। কিন্তু অজানা কারণে নিয়োগ পরীক্ষাটি জেলা পর্যায়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Primary teacher recruitment tests can be done in two stages. Authorities have not yet made a final decision on the date, center and steps. The probable new test date is April 22. However, the Department of Primary Education (DPE) has not yet made a final announcement. Apart from this, the number of steps to be tested has not been finalized. As a result, 13 lakh candidates are uncertain.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group