প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: সমাজবিজ্ঞান ২য় পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: সমাজবিজ্ঞান ২য় পত্র। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: সমাজবিজ্ঞান ২য় পত্র

১. মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইসুল বড় হয়ে ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে। একদিন তার মাকে সে বলে বর্তমানে সহজ শর্তে সারা বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা এখন খুবই সহজ। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষ খুব দ্রুত নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পেরেছে।

ক. ই-কমার্স কী?
খ. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ধারণাটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।

২. চাকরির কারণে জেসমিন সিলেট থেকে গিয়ে চট্টগ্রামে বসবাস করছেন। সেখানে কর্মস্থলের আশেপাশে ভাড়া বাসা না পাওয়ায় তিনি তার চাচার বাসা থেকে অফিস করছেন। চাচার বাসা থেকে কর্মস্থল দূরে
হওয়ায় রাস্তাঘাটে প্রায়ই তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

ক. জঙ্গিবাদ কী?
খ. চরমপন্থি নারীবাদ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কর্মজীবী নারীর কোন সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা ছাড়াও জেমসিনের মতো কর্মজীবী নারীদের আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়-বিশ্লেষণ কর।

৩. রূপা পোশাক তৈরিতে দক্ষ। সে আরো কয়েকজন মহিলা মিলে ছোট কারখানা দেয়। পোশাক বিক্রির জন্য দোকান প্রয়োজন হয়। এজন্য সে একটি বেসরকারী সংস্থা বা সমিতি থেকে ঋণ গ্রহণ করে। পরবর্তীতে স্বাবলম্বী হয় ব্যবসা আরো বড় হয়।

ক. BRAC-এর পূর্ণরূপ কী?
খ. NGO বেসরকারি সংস্থা বলতে কী বোঝায়?
গ. রূপা কোন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাবলম্বী হয়? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে এ প্রতিষ্ঠানসমূহের ভূমিকা পর্যালোচনা কর।

৪. সৈয়দপুর গ্রামের কাদের মিয়া অনেক জমিজমার মালিক। তার জমিতে অনেক বর্গাচাষিও কাজ করে। গ্রামে সবাই তাকে অত্যন্ত সমীহ করে। বিত্তশালী হওয়ায় গ্রামে তার আলাদা দাপটও রয়েছে।

ক. বাংলাদেশের শহরে সমাজে ক্ষমতা কয়টি ক্ষেত্রে বণ্টিত হতে দেখা যায়?
খ. ‘জেন্ডার’ ধারণাটি কেন ব্যবহৃত হয়?
গ. উদ্দীপকে গ্রামীণ ক্ষমতা কাঠামোর কোন উপাদানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক্ষমতায় টিকে থাকতে কাদের মিয়াকে ভূমির পাশাপাশি অন্যান্য উপাদানকেও সক্রিয় রাখতে হবে’ – বিশ্লেষণ কর।

৫. ফুয়াদ মা, ভাই-ভাবীসহ মালিবাগে বসবাস করে। পাড়ার সকলে ফুয়াদের পরিবারকে অন্য নজরে দেখে। কারণ বাবা না থাকা সত্ত্বেও মায়ের পরিচর্যায় আদর্শ সন্তান-সুনাগরিক হিসেবে বেড়ে উঠেছে। যা গর্বের বিষয়।

ক. চাকমা সমাজে সর্বোচ্চ সংগঠন কী?
খ. দ্বি সূত্রীয় পরিবার কাকে বলে?
গ. উদ্দীপকে কোন ধরনের জ্ঞাতি সম্পর্কের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত সুনাগরিক/আদর্শ সন্তান হওয়ার পিছনে পরিবারের অবদান গুরুত্বপূণ’ – বিশ্লেষণ কর।

৬.জনাব তসলিম খানের দুই ছেলে। বড় ছেলে লেখাপড়া করেনি। ছোট ছেলে উচ্চশিক্ষা লাভ করে। বড় ছেলে বাবার কৃষিকাজ দেখাশুনা করে। তাই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামে বাস করে। ছোট ছেলে ঢাকায় চাকরি নিয়ে সেখানে ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে থাকে।

ক. কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক কী?
খ. লেভিরেট ও সরোরেট বিবাহ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জনাব তসলিম খানের পারিবারিক ভাঙনের কারণ চিহ্নিত কর।
ঘ. তুমি কি মনে কর যে, নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে তসলিম খানের পরিবারে ভাঙন দেখা দিয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

৭. হিমেল কল্যাণপুর হতে রামপুরায় নিজ কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল ডাকেন। এরপর গুগল ম্যাপের সাহায্যে যানজট এড়িয়ে মোটর সাইকেলে করে অতিদ্রুত পৌঁছে যান কর্মস্থলে।

ক. বস্তি কী?
খ. “শিল্পায়ন ও কৃষির উন্নয়ন পরস্পর সম্পর্কিত” – বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. “আধুনিক সমাজ ব্যবস্থায় উক্ত উপাদানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে” – তুমি কি একমত?

৮. ঘটনা-১ জনাব ‘ক’ লেখাপড়া শেষ করার পাঁচ বছর পরেও কোন কাজের ব্যবস্থা করতে পারিনি।
ঘটনা-২ জনাব ‘খ’ সংঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করার জন্য চুরি ছিনতাই, খুন করতেও দ্বিধাগ্রন্থ হয় না।

ক. যৌতুক প্রথা কী?
খ. জঙ্গিবাদ কী? বুঝিয়ে লেখ।
গ. ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. ঘটনা-২ এর কারণ যুক্তিসঙ্গত বিশ্লেষণ কর।

৯. বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

ক. NGO- এর পূর্ণরূপ কী?
খ. ‘সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন’ – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নোবেল জয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. “বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ” – তুমি কি এ বক্তব্যেল সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১০.সেলেনার বাড়ি ময়মনসিংহ জেলায়। উত্তরাধিকারসূত্রে মাতার সব সম্পত্তির মালিক হয়েছে তর ছোট বোন হেলেনা। সেলেনার পরিবার একটা সময় জুম চাষ করলেও এখন তারা সমতলে হালচাষ করে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি সেলেনা ঢাকা এসে একটি পার্লারে চাকুরি নিয়েছে।

ক. মৌজা কী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সেলেনা বাংলাদেশের কোন এথনিক গোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
ঘ. “বর্তমান সময়ে উক্ত এথনিক গোষ্ঠীর জীবন ধারায় ব্যাপক পরিবর্তন এসেছে” – বিশ্লেষণ কর।

১১. বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি আদি অস্ট্রিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। এদের ঐতিহ্যবাহী নৃত্যগীত ‘ঝুমুর’। পূঁজা-পার্বণে তারা নৃত্যগীতের আয়োজন করে। প্রাচীনকালে এরা তীর-ধনুক দিয়ে শিকার করতো। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবি।

ক. বৈসাবি কী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য ও সমাজ সংগঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের নৃগোষ্ঠীর ধর্ম ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।

১২. বাঙালি একমাত্র জাতি- মাতৃভাষাকে রাষ্ট ভাষায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে। এ ভাষা আন্দোলনের পথ বয়ে এদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়।

ক. দ্বি জাতিতত্ত্ব কী?
খ. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার পটভূমি বর্ণনা কর।
ঘ. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্বআলোচনা কর।

১৩. বাংলাদেশে ভূমি মালিকানা গুরুত্বপূর্ণ বিষয়। যার যত বেশি ভূমি, সে তত বেশি ক্ষমতা ও মর্যাদার অধিকারী। তবে বর্তমানে শিক্ষা, রাজনৈতিক দলের সদস্যপদ, ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত।

ক. সামাজিক স্তরবিন্যাস কী?
খ. গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য উল্লেখ কর।
গ. উদ্দীপকে প্রধান উপাদানের ভিত্তিতে গ্রাম সমাজের স্তরবিন্যাস ব্যাখ্যা কর।
ঘ. বর্তমান গ্রাম সমাজের পরিবর্তন রূপান্তর বিশ্লেষণ কর।

১৪.‘ক’ সম্প্রতি উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয় সেটির আনুষ্ঠানিক সূচনা হয় ১৮৩৯ সালে। পরবর্তীতে ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রম একজন মুসলিম পণ্ডিতের হাত ধরে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার বন্ধু ‘খ’ বলেন, “বাংলাদেশের সমাজকাঠামো ও সামাজিক সম্পর্ককে জানতে উক্ত বিষয়টির পাঠ অত্যাবশ্যক।”

ক. ‘Positive Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
খ. ‘সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান’ – ব্যাখ্যা কর।
গ. উক্ত বিষয়টি প্রতিষ্ঠায় কোন ব্যক্তির অবদান অনস্বীকার্য? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘খ’ এর শেষোক্ত বক্তব্যের সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।

১৫. বাংলাদেশের মেয়ে নীরার সাথে চীনের সূচির ফেসবুক বন্ধুত্ব হয়। তারা বিভিন্ন ছবি শেয়ারের মাধ্যমে একে অপরকে জানার চেষ্টা করে। নীরা চৈত্র সংক্রান্তির মেলা, ঈদে কোলাকুলি, মাঠে কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের চিত্র, পিঠা উৎসবের বিভিনড়ব দৃশ্য ইত্যাদি ছবি সূচিকে পাঠায়। ছবিগুলো দেখে সূচি মন্তব্য করে, তোমাদের জীবনযাপন পদ্ধতি চীনের চাইতে আলাদা।

ক. সভ্যতা কী?
খ. সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝায়?
গ. নীরার পাঠানো ছবিগুলো কিসের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সমাজজীবনে উক্ত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।।

১৬. ঘুমানোর আগে গল্পের বই থেকে গল্প শোনা শ্রেষ্ঠার অভ্যাস। একেক দিন একক গল্প। সেদিন দাদী শ্রেষ্ঠাকে সভ্যতার গল্প পড়ে শুনাচ্ছিলেন, যা ১৯২২ সালে আবিষ্কৃত হয়। এটি মিসরীয়, ব্যবলনীয় ও আসিরীয় সভ্যতার সমসাময়িক। হরপ্পা ও মহেঞ্জোদারো এ সভ্যতার দুটি নির্দশন।

ক. চাকা আবিষ্কার হয় কোন যুগে?
খ. প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সভ্যতার কথা বলা হয়েছে? উক্ত সভ্যতার অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখ।
ঘ. উক্ত সভ্যতার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা কর।

HSC exam suggestions are given below. And those who only want pass number in the exam will solve last year’s board questions. I am hopeful that you will get common pass number and those who want to get less than a good number will solve the board question. You will find last year’s board questions in various suggestion guides and also from your senior siblings. Best wishes for HSC students. If you read very short questions from last year, you have a 70% chance of reading Common, so if you read from last year, you will read from both books and suggestions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group