ক্যাম্পাস

সেশনজট কাটানোর চিন্তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনজট কাটাতে ছয় মাসের পরিবর্তে চার মাসে সেমিস্টার এবং এক বছর থেকে কমিয়ে আট মাসে এক সেশন শেষ করার পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় খুললে এই নীতিতে সেশনজট কাটানোর চিন্তা করছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

তারা বলছেন, একটি মহামারির মধ্যেই সময় যাচ্ছে আমাদের। অনেকের ডিভাইস বা নেটওয়ার্ক সমস্যা বা অন্য কারণে অনলাইন ক্লাসে নিয়মিত থাকছেন না। কেউ কেউ অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারছে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেশনের সময়কাল ও সেমিস্টার বা সেশনের সিলেবাস কমিয়ে সেশনজট দূর করার চিন্তা করে তবে তা সত্যিই প্রশংসনীয়। আমরা অনেকেই এই সেশনজট নিয়ে এখন দুশ্চিন্তার মধ্যে তাই এমন উদ্যোগ সাহস জাগাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সেশনজট কিভাবে কাটিয়ে উঠা যাবে সে বিষয়ে পরিকল্পনা নিচ্ছি আমরা। বিশ্ববিদ্যালয় খোলার পর পরই আমরা পরীক্ষাগুলো নিয়ে অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে আমাদের। তাছাড়া, বিশ্ববিদ্যালয় খোলার পর ছয় মাসের সেমিস্টার চার মাসে এবং বছরভিত্তিক সেশনকে আট মাস করার প্রাথমিক আলোচনা হচ্ছে তবে সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় খোলার পর এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, সেশনজট কাটানোর জন্য কি কি করা যায় সে উপায়গুলো নিয়ে আলোচনা করছি। তার মধ্যে সেশনের সময় কমানোর বিষয়টি রয়েছে। আগে আমরা করোনা প্রকোপ থেকে নিজেদের সুরক্ষা করি পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবো।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ হওয়ার কিছুদিন পর থেকে অনলাইন ক্লাস চালু হলেও নানা কারণে অনেক শিক্ষার্থীই রয়ে গেছে অনলাইন ক্লাসের আওতায় বাইরে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় খোলার পর পরীক্ষা নিয়ে দ্রুত সেমিস্টার ও সেশন শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান তাদের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group