প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: ইতিহাস

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: ইতিহাস। এসএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।এসএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: ইতিহাস

১. একজন সৈনিকের গুলিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সে বিদ্রোহ পরবর্তীতে জনসাধারণের সমর্থন লাভের মাধ্যমে দেশটির স্বাধীনতা ও জাতীয়তার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায়। এ বিদ্রোহ যুদ্ধরত বিদ্রোহী নেতারা প্রাণ পণ লড়াই করে পরাজিত হয়। অনেক বিদ্রোহীকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করা হয়।

ক. কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
খ. লাহোর প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে বিদ্রোহের প্রকৃতি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা কর।
ঘ. এ ধরনের একটি বিদ্রোহের গুরুত্ব ভারতীয় উপমহাদেশের ইতিহাসে চিরস্মরণীয়-বিশ্লেষণ কর।

২. রহমত উল্লাহ ‘ক’ রাষ্ট্রের শাসক। দেশে জরুরি অবস্থা জারি করে তিনি দীর্ঘ দশ বছর জনগণকে শাসন ও শোষণ করেন। এক সময় জনগণ বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ শুরু করে। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে সকল বাঁধা উপেক্ষা করে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ক্ষমতায় টিকে থাকার জন্য রহমত উল্লাহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। অবশেষে গণআন্দোলনের মুখে তিনি ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন।

ক. পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
খ. মৌলিক গণতন্ত্রের কাঠামো কীরূপ ছিল?
গ. ‘উদ্দীপকে উল্লিখিত গণআন্দোলন তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকের জনগণের মনোভাবই দেশের স্বাধীনতা বয়ে এনেছে’- পাঠ্যবইয়ের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

৩. তৎকালীন শাসক শ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ভারত বাংলাদেশের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং আমাদের দুঃখ-দুর্দশার কথা বিশ্বের কাছে তুলে ধরে।

ক. ছয়দফা কর্মসূচি কোথায় পেশ করা হয়?
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. ১৯৭১ এ ভারতের অবদান বর্ণনা কর।
ঘ. ‘ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ বিশ্বমানচিত্রে স্থান করে নিতে পারত না- মূল্যায়ন কর।

৪. উদয়পুর অঞ্চলে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন একজন জেনারেল। নিজেকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে তুলতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনকে বিকেন্দ্রিকরণের লক্ষ্যে তিনি উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। মহকুমাকে জেলায় রূপান্তর করেন। তিনি বিচার ব্যবস্থার সংস্কার করেন। সংবিধান সংশোধন করে তিনি ধর্ম নিরপেক্ষতার স্থলে ইসলামকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দান করেন।

ক. স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?
খ. ‘ইনডেমনিটি আইন’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত জেনারেলের সাথে স্বাধীনতা উত্তর বাংলাদেশের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসককে ক্ষমতাচ্যুত করতে এদেশে গণঅভ্যুত্থান হয়েছিল- উক্তিটি মূল্যায়ণ কর।

৫.সুমিত ও সুদ্বীপ বাংলার একজন বিখ্যাত সুবাদার সম্পর্কে আলাপ করছিল। যিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। জনকল্যাণমূলক কাজে সমগ্র ভারতবর্ষেও তিনি খ্যাতি অর্জন করেন। লালবাগ কেল্লা তার আমলে নির্মিত এবং ঢাকা ছিল তার নগরী।

ক. প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা কে?
খ. বারো ভূঁইয়া কারা? ব্যাখ্যা কর।
গ. সুমিত ও সুদ্বীপ বাংলার কোন সুবাদার সম্পর্কে আলোকপাত করেছিল? বর্ণনা কর।
ঘ. স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে কী বাংলায় মুঘলদের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা যায়? মতামত দাও।

৬. ববিতা ব্যানার্জি তার বান্ধকী সুচন্দা সেনের বিয়েতে চট্টগ্রাম যায়। বিয়ের দিন ববিতা সুন্দর করে তুলার তৈরি কাপড় পরে হাতে সোনার ব্রেসলেট, পায়ে রূপার নূপুর, গলায় সোনার হার, কানে কানপাশা, নাকে নাকফুল, মাথায় ওড়না পরেছে। বিয়ে বাড়িতে মাছ, মাংস, সবজি, দধি, ক্ষীর পরিবেশন করা হয়।

ক. কোন প্রার ফলে হিন্দু সমাজে বহু বিবাহ প্রা প্রচালিত হয়?
খ. মুঘলযুগে বাংলার স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ কর।
গ. উদ্দীপকে বর্ণিত পোশাক পরিচ্ছদের সাথে বাংলার কোন আমলের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আমলের খাদ্যাভ্যাস কী রকম ছিল বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৭. বাংলা নবজাগরণের স্রষ্টা, ভারতের প্রম আধুনিক পুরুষ। যিনি আধুনিক ভারতের রূপকার। তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজন আধুনিক ও ইংরেজি শিক্ষার।

ক. বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
খ. কোন অবস্থার প্রেক্ষিতে নীল বিদ্রোহ ঘটে?
গ. উদ্দীপকে ভারতের প্রম আধুনিক পুরুষ বলতে কোন মহান ব্যক্তির কথা ইঙ্গিত করা হয়েছে- বর্ণনা কর।
ঘ. সমাজ গঠন ও সংস্কারের ক্ষেত্রে উক্ত ব্যক্তির অবদান মূল্যায়ন কর।

৮.১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বাংলার জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারের নানামুখী কার্যকরী ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে।

ক. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করেছিল?
খ. মুক্তিযুদ্ধে ছাত্র-ছাত্রীর ভূমিকা কী ছিল?
গ. বাংলাদেশের প্রথম সরকারের গঠন ও দপ্তর বন্টন নীতি আলোচনা কর।
ঘ. উক্ত কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়- বিশ্লেষণ কর।

৯. বকুলপুর ইউনিয়ন সংস্থা একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করা হয়। নিয়মগুলোর ৪টি ভাগ, ২৫টি অনুচ্ছেদ ছিল। ১ম ভাগে প্রতিষ্ঠানের কাজ লক্ষ্য ও উদ্দেশ্য, ২য় ভাগে প্রতিষ্ঠান পরিচালনার মূলনীতি, ৩য় ভাগে অপরাধের শাস্তি ও ৪র্থ ভাগে অন্যান্য বিষয়াবলি আলোচনা করা
হয়েছে। এ নিয়মনীতিগুলো একটি লিখিত দলিল। এর ফলে বকুলপুর উন্নয়ন সংস্থা সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে এবং এলাকার উন্নয়ন হচ্ছে।

ক. বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
খ. বঙ্গবনধু কেন সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?
গ. উদ্দীপকের বিষয়ের সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের মিল রয়েছে তা প্রণয়নের পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. বকুলপুর উনড়বয়ন সংস্থার নিয়মনীতির মতো ৭২ সালের সংবিধানের মাধ্যমে জাতির আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে- উক্তিটি মূল্যায়ন কর।

১০. ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন হয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে এদেশে বহু বিদ্রোহ আন্দোলন সংঘটিত হয়। উপনিবেশিক যুগে এবং পাকিস্তানি শাসন আমলে বাঙালি বহুবার শোষণ নির্যাতনের প্রতিবাদ করেছে। মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বাঁচার প্রচেষ্টা এদেশবাসীর শত শত বছরের। তাই তো তারা পরিচিতি পেয়েছে ‘বীর বাঙালি’ বলে।

ক. ইতিহাসের বিষয়বস্তু কী?
খ. ‘সমাজের জীবনই ইতিহাস’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বর্ণনা কোন প্রকারের ইতিহাসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনা ইতিহাস পাঠের ক্ষেত্রে কোনো গুরুত্ব বহন করে কি? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

১১.হামিদ সাহেব রাজশাহীতে ব্যবসায় করেন। নওগাঁয় তার ৫০০ বিঘা জমি আছে। জমিজমা দেখার জন্য তিনি কিছু কর্মচারী নিয়োগ দেন। তারা প্রতিবছর ইজারার টাকা আদায় করতে গিয়ে কৃষকদের ওপর নির্যাতন করে। ফলে কৃষকরা জমি চাষ করতে চায় না। তাই তিনি জমি-জমা ১৫ বছরের জন্য ইজারা দেন। পরে তারাই জমির স্থায়ী মালিক হন।

ক. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক?
খ. অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনা ব্রিটিশ ভারতের কোন ঘটনার প্রতিচ্ছবি- ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত ইজারা ব্যবস্থা বাংলার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ছিল- তোমার মতামত দাও।

১২. জনাব রাশেদ একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তার এলাকায় সংস্কার আন্দোলন শুরু করেন। এ লক্ষ্যে তিনি সমাজ থেকে সবধরনের অনৈসলামিক কর্মকাণ্ড দূরীকরণের চেষ্টা করেন। জমিদারদের অত্যাচার থেকে মুসলিম কৃষকদের রক্ষার চেষ্টা করেন। পরবর্তীতে তাঁর ছেলে এ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন।

ক. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতার নাম কী?
খ. রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয় কেন?
গ. জনাব রাশেদের সংস্কার আন্দোলনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মনীষীর সংস্কার আন্দোলনের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উক্ত আন্দোলন পরবর্তীকালে সাংগঠনিক দুর্বলতার কারণে ব্যর্থ হয়? তোমার উত্তরে মতামত দাও।

১৩. ছোট দেশ কিউবাতে ‘ক’ ও ‘খ’ দুটো অংশ আছে। ‘ক’ অংশ তুলনামূলক উন্নত ছিল, এখানে শিক্ষা, বাণিজ্য, জীবনমান সবই উন্নত ছিল। অপরদিকে ‘খ’ অংশ খুবই পিছিয়ে পড়েছিল। এ কারণে কিউবার শাসক সিদ্ধান্ত নিলেন ক ও খ অংশকে পুরোপুরি ভাগ করে পৃক ইউনিট গঠন করবেন। যদিও সেই অত্যাচারী শাসকের এর পেছনে গোপন উদ্দেশ্য ছিল।

ক. বেঙ্গল প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?
খ. লাহোর প্রস্তাব করতে কি বোঝায়?
গ. উদ্দপিকে ‘ক’ ও ‘খ’ অংশের বিভক্তি বাংলার কোন ঘটনাকে নির্দেশ করছে? বর্ণনা কর।
ঘ. এই বিভাজন শাসকের কোন নীতির প্রতিফলন ছিল? তোমার মতামত প্রদান কর।

১৪.রাজা অতীতের ঘটনাবলি সম্পর্কিত বই পড়তে পছন্দ করে। সে ভারত উপমহাদেশের বিভিন্ন তথ্য নিয়ে লেখা একটি বই পড়ে। বইটি পড়ে সে এ উপমহাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কিত আরেকটি বই কিনতে উৎসাহী হয়।

ক. কোন শব্দ থেকে ‘History’ শব্দটির উৎপত্তি হয়েছে?
খ. ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রাজার পঠিত বইটিতে ইতিহাসের কোন জাতীয় উপাদানের বর্ণনা স্থান পেয়েছে?
ঘ. রাজার পড়া বইটিতে ইতিহাসের যে ধরনের উপাদান স্থান পেয়েছে ইতিহাস রচনার জন্য কি তা যথেষ্ট? মতামত দাও।

১৫. আকাশ তার বাবার সাথে একটি শহর দেখতে বের হলো। শহরটির চারদিক প্রাচীর দ্বারা সুরক্ষিত। শহরের ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। অপরদিকে তার বন্ধু তমাল প্রাচীন বিশ্বসভ্যতার ম্যাগাজিন পড়তে গিয়ে ‘ক’ অঞ্চলের জীবনব্যবস্থা সম্পর্কে অবগত হয়। সে ম্যাগাজিনে জানতে পারে ‘ক’ অঞ্চলের লোকেরা বর্ণমালা আবিষ্কার করেন। ভাষ্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য অবদান রাখে।

ক. মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কি?
খ. পিরামিড কি? ব্যাখ্যা কর।
গ. আকাশের দেখা শহরের সাথে পাঠ্যবইয়ের কোন সভ্যতার বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তমালের ম্যাগাজিন ‘ক’ অঞ্চলের প্রাচীন সভ্যতাটি ভাস্কর্য ও
স্থাপত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল? তুমি কি উক্তিটির সাথে একমত? মতামত দাও।

১৬. সাবিনা তার চাচার সাথে শালবন বিহারে বেড়াতে যায়। সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে সে মুগ্ধ হয়। সে জানতে পারে যে এটি একটি প্রাচীন সভ্যতার নিদর্শন।

ক. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
খ. জনপদ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাবিনা প্রাচীন কোন জনপদ দেখতে যায়- ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত জনপদটিই প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Ssc exam suggestions are given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to ssc students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group