প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাণিবিজ্ঞান- প্রথম পত্র ডিগ্রি ১ম বর্ষের প্রিমিয়াম সাজেশন ২০২৪

প্রাণিবিজ্ঞান- প্রথম পত্র ডিগ্রি ১ম বর্ষের প্রিমিয়াম সাজেশন ২০২৪
বিএসসি (ডিগ্রি পাস); পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিতব্য-২০২৪)]
প্রাণিবিজ্ঞান- প্রথম পত্র
নন-কর্ডাটা
বিষয় কোড:
১১৩১০১

খ বিভাগ

Platyhelminthes পর্বের বৈশিষ্ট্যগুলো লিখ।
উদাহরণসহ Rotifera পর্বের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ কর ।
Euglena-র পুষ্টি পদ্ধতি বর্ণনা কর
অ্যামিবিয়াসিস-এর লক্ষণগুলো উল্লেখ কর
Plasmodium এর এরাইথ্রোসাইটিক সাইজোগনির বিবরণ দাও
Scypha-র নালীতন্ত্রের গুরুত্ব লিখ ।
. টর্নারিয়া লার্ভার বর্ণনা কর।
কনজুগেশন কি? Paramecium-এর কনজুগেশনের তাৎপর্য ।
মেটাজেনেসিস-এর সংজ্ঞা দাও। Obella-র জীবনচক্রে মেটাজেনেসিসের বর্ণনা দাও।
পলিপ ও মেডুসা’র মধ্যে পার্থক্য লিখ।
স্কোলেক্স কী? স্কোলেক্স-এর গঠন বর্ণনা কর।
Ascaris-এর রোগতত্ত্ব উল্লেখ কর।
Pila-কে উভচর মোলাস্কা বলা হয় কেন?
প্যারাপোডিয়াম কী? একটি প্যারাপোডিয়ামের গঠন ও কাজ বর্ণনা কর।
সবুজ গ্রন্থির গঠন ও কাজ লিখ।
দ্বি-শাখ উপাঙ্গ কী? একটি আদর্শ দ্বি-শাখ উপাঙ্গের গঠর বর্ণনা কর।
Astropecten এর জীবনে পানিসংবহনতন্ত্রের জীবতাত্ত্বিক গুরুত্ব লিখ।
স্পঞ্জকে প্যারাজোয়া বলা হয় কেন?

গ বিভাগ
বৈশিষ্ট্য ও উদাহরণসহ Annelida পর্বকে বর্ণ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
০২. Entamoeba-র ট্রফোজয়েট দশার বর্ণনা কর।
Paramecium এর কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর।
নালিতন্ত্র কী? জীবতাত্ত্বিক গুরুত্বসহ Scypha এর নালিতন্ত্রের বর্ণনা দাও।
বহুরূপতা কি? Obelia কলোনির বহুরূপতা বর্ণনা কর।

শামুকের দেহে Fasciola hepatica-র জীবনচক্র বর্ণনা কর।
চিত্রসহ Taenia-র জীবনচক্র বর্ণনা কর।
Ascaris এর জীবনচক্র বর্ণনা কর।
কমিশিউর ও কনেকটিভ কী? Pila এর স্নায়ুতন্ত্র বর্ণনা কর।
রেচন এর সংজ্ঞা দাও। Neanthes-এর রেচনতন্ত্র ও রেচন কৌশল বর্ণনা কর।
চিংড়ির শিরোবক্ষ উপাঙ্গসমূহের বর্ণনা দাও।
প্রোটোজোয়ান প্রাণীদের বিভিন্ন ধরনের পুষ্টির বর্ণনা দাও।
Balanoglossus-এর সম্বন্ধপরতা আলোচনা কর।
বহুরূপতা কী? নিডারিয়ান প্রাণীতে বহুরূপতা বর্ণনা কর।
পাঁচটি ক্রাস্টাসিয়ান লার্ভার চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।
টর্ট আইন

চবি শিক্ষার্থীরা করোনার নমুনা দিতে পারবেন বিশ্ববিদ্যালয়েই।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১ (চবি) চালু হচ্ছে করোনা পরীক্ষার নমুনা দেওয়ার বুথ। ১০০ টাকা ফি প্রদান করে করোনার নমুনা পরীক্ষা করাতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। নমুনা দেওয়ার সময় চবি পরিবারের সদস্য হিসেবে প্রমাণস্বরূপ আইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ডকুমেন্টস আনতে হবে। তবে নমুনা দেওয়ার আগে চবি মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে অবশ্যই কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কেবলমাত্র নমুনা প্রদান করা যাবে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার ছাড়া) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করবে কর্তব্যরত চিকিৎসকরা।বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম।

চবি কর্তৃপক্ষের উদ্যোগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নমুনা সংগ্রহ করা হবে। চবি মেডিকেল সেন্টারে উপসর্গযুক্ত চবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ স্বেচ্ছায় নমুনা প্রদান করতে পারবেন। শনিবার ব্যতীত প্রতিদিন সর্বোচ্চ ২৫ জনের নমুনা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ১০০ টাকা ফি প্রদান করতে হবে।

CU students will be able to submit corona samples at the university. Chittagong University (CU) ‘D’ unit admission test results 2021 (CU) is launching the corona test booth. Teachers, students, officials, and employees of the university can test the corona sample by paying a fee of 100 rupees. Proof of ID card or related documents as a member of the CUB family should be brought at the time of giving a sample. However, before giving the sample, you must go to the CU Medical Center and take the advice of the doctor on duty.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group