প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

বাংলা সাহিত্য কবিতা,গল্প,উপন্যাস এবং প্রবন্ধ মাস্টার্স ফাইনাল “বাংলা” সাজেশন্স

প্রিমিয়াম সাজেশন
বাংলা সাহিত্য কবিতা,গল্প,উপন্যাস এবং প্রবন্ধ মাস্টার্স ফাইনাল “বাংলা” সাজেশন্স
বিষয় : বাংলা সাহিত্য কবিতা,গল্প,উপন্যাস এবং প্রবন্ধ
বিষয় কোড : ৩১১০১১

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
১. হাসান হাফিজুর রহমানের কবিতায় ব্যবহৃত চিত্রকল্পের উদাহরণ দাও।

২. ‘ছলনা জনি না বলে আর কোন ব্যাবসাশিখিনি’-ব্যাখ্যা কর।ents

৩. ‘খড়ের গম্বুজ’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ।
৪. কবি শহীদ কাদরীর অসাম্প্রদায়িক মননের পরিচয় দাও।

৫. ‘কেন যেতে চাই’ কবিতায় কবি যাদের কাছে যেতে চান তাদের ব্যস্ততার স্বরূপ তুলে ধর।

৬. “আশ্চর্য কিন্তু একটা কথা শহরের কুকুরের চোখে বৈরিতা নেই।”- ব্যাখ্যা কর।

৭. “পরাজয়” গল্পে কার, কীভাবে পরাজয় ঘটেছে?
৮. ‘জীবন কী জীবড় কবর’-ব্যাখ্যা কর।

৯. ‘মৃত্যু-যাত্রা’ গল্পের হাজুর বাপ এর পরিচয় দাও।
১০. ‘খোয়ারি’ গল্পের সমরজিতের পরিচয় দাও।

১১. হৈরব ও ভৈরব’ “মন অন্নময়, কি বুঝছস, অন্ন নাই তো মনই নাই;”-উক্তিটির তাৎপর্য লেখ।

১২. ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের গফুর চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।

১৩. রোকেয়া আহমদ রাখী কে? পরিচয় দাও।

১৪. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে রাখীকে লেখা চিঠিতে রাখী সম্পর্কে মাজহারের কোন উপলব্ধি প্রকাশ পেয়েছে।
১৫. ‘জীবন ও বৃক্ষ’ “প্রবন্ধে “বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়।”-বলতে কী বুঝানো হয়েছে?

১৬. “মুক্তিই হয়ে দাঁড়িয়েছে তার জীবনের বন্ধন।”- লেখক কোন প্রসঙ্গে এবং কেন এমন বলেছেন?

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
১. ‘৪৭ উত্তর বাংলা কাব্য ধারার পরিচয় দাও।
২. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যে প্রতিফলিত কবির দেশাত্মবোধের পরিচয় দাও।
৩. আল মাহমুদের ‘সোনালী কাবিন’ কাব্যের শিল্পসার্থকতা বিচার কর।

৪. ‘সোনালী কাবিন’ কাব্যে বিধৃত লোকসংস্কৃতির অনুষঙ্গ বর্ণনা কর।

৫. “সংগ্রামী প্রেমিক সত্তার ঐতিহ্যসচেতন সবল আশাবাদ উচ্চারিত হয়েছে ‘সোনালি কাবিন’ সনেটগুচ্ছে”- আলোচনা কর।
৬. শহীদ কাদরীর কবিতায় তাঁর সময়ের উজ্জ্বল বিস্তৃতির বিষয়টি তুলে ধর।

৭. “নয়নচারা’ গল্পটি ছিন্নমূল অসহায় আমুর জীবনচিত্র”।-এ উক্তির আলোকে ‘আমু’ চরিত্র বিশেষণ কর।

৮. ‘খোঁয়ারি’ গ্রন্থ অবলম্বনে আখতার জ্জামান ইলিয়াসের গল্পকার সত্তার পরিচয় দাও।

৯. ‘প্রতিদিন একটি রমাল’ গ্রন্থের একাধিক গল্প আলোচনা করে বাংলাদেশের ছোটগল্পে মাহমুদুল হকের বিশিষ্টতা নির্দেশ কর।
১০. ‘সমকালীন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভালোমন্দের মিশেলে উপস্থাপনের শিল্পভাষ্য মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রমাল”-মন্তব্যটির যথার্থ বিচার কর।
১১. অবক্ষয়বাদী সমাজ-উদ্ভূত দুই যুবকের মানসিক অন্তর্দ্বন্দ্বের পরিচয় তুলে ধর।

১২. সৈয়দ ওয়ালীউলাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে চেতনাপ্রবাহরীতি কীভাবে এসেছে?- আলোচনা কর।
১৩. চাঁদের অমাবস্যা’ উপন্যাসের আরেফ আলী চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের স্বরূপ বিশেষ ণ কর।
১৪. আত্মজাগরিত নারীবাদ তত্ত্বের আলোকে ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসটি বিশেষণ কর।
১৫. “ধর্ম সাধারণ লোকের কালচার, কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”-উক্তিটির আলোকে ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধের মূল বক্তব্য
লেখ।
১৬. মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধের অনুসরণে সংস্কৃতির স্বরূপ আলোচনা কর।
১৭. ‘শুভবুদ্ধি’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।

১৮. ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ গ্রন্থের আলোকে মুক্তবুদ্ধিসম্পন্ন চিড়াবিদ হিসেবে প্রাবন্ধিক আবদুল হকের পরিচয় দাও।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group