প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স ১ম বর্ষ পরীক্ষা প্রিমিয়াম সাজেশন বিষয় প্রাণিবিজ্ঞান ১ নন-মেজর ২১৩১০৫

অনার্স ১ম বর্ষ পরীক্ষা প্রিমিয়াম সাজেশন বিষয় প্রাণিবিজ্ঞান ১ নন-মেজর ২১৩১০৫

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মরফোমেট্রিক্স ও মেরিস্টিক্স এর পার্থক্য লিখ। ১০০%
২। পলিপ ও মেডুসার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। Ascaris এর পরজীবীয় অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৪। Eimeria-র রোগতাত্ত্বিক দিকগুলো লিখ। ১০০%
অথবা, Ascaris-এর রোগতত্ত্ব বর্ণনা কর।
৫। Balanoglossus কী একটি কর্ডেট প্রাণী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। ১০০%
৬। অন্তঃকোষীয় পরিপাক ও বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। ট্যাগমাটাইজেশন কি? প্রাণী শ্রেণিবিন্যাস এর গুরুত্ব উল্লেখ কর। ১০০%
৮। লাইসোজোম/ক্রোমোজোমের গঠন ও কাজ লিখ। ১০০%
অথবা, গলজি বস্তু কি? গলগি বস্তুর গঠন ও কাজ লিখ।
৯। বাংলাদেশে হাঁস-মুরগি খামারের আর্থ-সামাজিক গুরুত্ব আলোচনা কর। ১০০%
১০। DNA ও RNA এর মধ্যে পার্থক্য কর। ১০০%
১১। পরিপাক ও শোষণের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
অথবা, হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১২। শর্করা বিপাকে ভিটামিনের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। ভিটামিন A ও C/D-এর উৎস ও অভাবজনিত রোগের নাম লিখ। ৯৯%
১৪। ধানক্ষেতে মাছ চাষের সুবিধাসমূহ উল্লেখ কর। ৯৯%
১৫। পুরুষ ও স্ত্রী Macrobrachium এর মধ্যে পার্থক্য লিখ। ৯৮%
১৬। বাইপিনারিয়া/টরনারিয়া লার্ভার গঠন বর্ণনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জনুঃক্রম ও মেটাজেনেসিস কী? Obelia জীবনচক্রে মেটাজেনেসিসের গুরুত্ব লিখ। ১০০%
২। অ্যালভিওলাস কী? রক্তের মাধ্যমে কীভাবে অক্সিজেন O₂ ও কার্বন ডাইঅক্সাইড CO₂ পরিবাহিত হয় বর্ণনা কর। ১০০%
৩। দ্বি-শাখা উপাঙ্গ কী? চিংড়ির শিরবক্ষের উপাঙ্গসমূহ বর্ণনা দাও। ১০০%
৪। Astropecten এর পানি সংবহন তন্ত্রের বর্ণনা দাও। ১০০%
অথবা, Astropectern-এর ক্ষেত্রে জৈবিক গুরুত্বসহ পানি সংবহন তন্ত্র বর্ণনা কর। ১০০%
৫। প্রভুগ্রন্থি কী? প্রভুগ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ উল্লেখ কর। ১০০%
৬। ধানক্ষেত্রে মাছ চাষের পদ্ধতিসমূহ বর্ণনা কর। ১০০%
৭। Paramecium-এর কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৮। মুরগির রাণীক্ষেত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর। ১০০%
৯। নিউরন কী? নিউরনের চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও। ১০০%
অথবা, নেফ্রন কি? একটি নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা কর।
১০। দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Annelida বা Platyhelminthes এর পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ৯৯%
১১। Euglena-র দৈহিক গঠন বর্ণনা কর। ৯৯%
১২। স্পার্মাটোজেনেসিস কি? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও। ৯৯%
১৩। Balanoglossus-এর জ্ঞাতিত্ব ও অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বর্ণনা কর। ৯৯%
১৪। বহুরূপতা কি? Obelia-এর ক্ষেত্রে বহুরূপতা বর্ণনা কর। ৯৮%
১৫। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও। ৯৮%

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group