রসায়ন ষষ্ঠ পত্র মৌলিক বিশ্লেষণীয় রসায়ন বিষয় ১৩২৮০৩ প্রিমিয়াম সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Q test কী? ব্যাখ্যা কর। ১০০%
অথবা, Q পরীক্ষা কী? Q-পরীক্ষা সম্পর্কে যা জান লিখ।
২। DTA ও DSC এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কী কী? ১০০%
৪। এসিড ক্ষারক টাইট্রেশনের মূলনীতি ব্যাখ্যা কর। ১০০%
৫। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটি প্রতিপন্ন কর। ১০০%
অথবা, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা লিখ। ১০০%
৬। বিপরীত ট্রাইট্রেশন কি? এর প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৭। মাত্রিক বিশ্লেষণে বিভিন্ন প্রকার ভুলের উৎস লিখ। ১০০%
৮। EDTA টাট্রেশনে pH-এর ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৯। আচ্ছাদন ও অনাচ্ছাদন প্রক্রিয়া কী? উদাহরণ দাও। ১০০%
১০। অর্ধ-তরঙ্গ পটেনশিয়ালের তাৎপর্য বর্ণনা কর। ১০০%
১১। পোলোরোগ্রাফিক বিশ্লেষণে অক্সিজেন প্রতিবন্ধকতা ব্যাখ্যা কর। ৯৯%
১২। পারমাণবিক বিকিরণ বর্ণালীর মূলনীতি বর্ণনা কর। ৯৯%
১৩। Na EDTA কাঠামো লিখে donor atom চিহ্নিত কর। ৯৮%
১৪। নির্ধারণযোগ্য ভুলের কারণগুলোর বিবরণ দাও। ৯৮%
১৫। একক রশ্মি ও দ্বৈত রশ্মি অতিবেগুনি দৃশ্যমান স্পেক্ট্রেফটোমিটারের মধ্যে পার্থক্য লিখ। ৯৮%
১৬। 0.1M ঘনমাত্রার 250ml প্রমাণ দ্রবণ তৈরি করতে কত গ্রাম Na₂CO₃ প্রয়োজন হবে? ৯৯%
১৭। কোনো যৌগের 0.012M দ্রবণে 465 nm আলোর 10% শোষিত হলে, ঐ যৌগের কত ঘনমাত্রার দ্রবণ ঐ আলোর 65% শোষণ করবে? সেলের দৈর্ঘ্য 1cm. ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মাত্রিক বিশ্লেষণে বিভিন্ন প্রকার ভুলের শ্রেণিবিভাগ কর। ১০০%
(খ) জটিলমাত্রিক টাইট্রেশনে EDTA এর ডাইসোডিয়াম লবণ ব্যবহার করা হয় কেন?জটিলমাত্রিক বিশ্লেষণে EDTA ব্যবহারের সুবিধাগুলো কী কী? ১০০%
২। (ক) নিকেলডাই মিথাইল গ্লাইঅক্সিমেট হিসেবে নিকেলের পরিমাণ নির্ণয়ের মূলনীতি বর্ণনা কর। ১০০%
(খ) লোহার একটি আকরিকের বিশ্লেষণে লোহার শতকরা পরিমাণ যথাক্রমে 7.08, 7.21, 7.12, 7.09, 7:16, 7.14, 7.18, 7.11. গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি ও ভেদনাংক নির্ণয় কর। ১০০%
৩। (ক) পারমাণবিক বর্ণালি উৎপাদনের দুটি পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) একটি পারমাণবিক শোষণ শিখা ফটোমিটারের গঠন ও কার্যপ্রণালি বর্ণনা কর। ১০০%
৪। (ক) ধাতব আয়ন নির্দেশক কী? ধাতব আয়ন নির্দেশক এর শর্তসমূহ লিখ। ১০০%
(খ) বর্ণালি ফটোমিটারের গঠন ও কার্যপ্রণালি লিখ। ১০০%
৫। (ক) প্রমাণ বিচ্যুতি কী? অর্ধ-তরঙ্গ বিভব নির্ণয়ে সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
(খ) EDTA টাইট্রেশনে বাফার দ্রবণের প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৬। (ক) নমুনা চয়নের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী? নমুনা চয়নরে কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য এবং কেন? ১০০%
(খ) বিপরীত টাইট্রেশন কী? এর প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৭। (ক) প্রমাণ দ্রবণ কী? 250.মি.লি ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম Na₂CO₃ প্রয়োজন? ১০০%
(খ) শিখা ফটোমিতিক বিশ্লেষণের মূলনীতি লিখ। ১০০%
৮। (ক) বিয়ার-ল্যামবার্ট সূত্র হতে ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতির কারণ কী কী? ১০০%
(খ) অর্ধতরঙ্গ পটেনশিয়াল কী? অর্ধতরঙ্গ পটেনশিয়াল দ্বারা কিভাবে জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করা যায়? ১০০%
৯। (ক) বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রতিপাদন কর। এ সাহায্যে কিভাবে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবে? ১০০%
(খ) “জটিলমাত্রিক টাইট্রেশনে EDTA একটি কার্যকরী কমপেক্সিং এজেন্ট।” ব্যাখ্যা কর। ১০০%
১০। (ক) একটি সরল স্পেক্ট্রোফটোমিটারে বক ডায়াগ্রাম আঁক এর গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর। ১০০%
(খ) প্ৰমাণ KMnO4 দ্রবণ দ্বারা নতুনা দ্রবণে আয়রণ (II) এর পরিমাণ নির্ণয় বর্ণনা কর। ১০%
১১। টীকা লিখ : ১০০%
কিলেট প্রভাব, মোলার দ্রবণ, অম্ল-ক্ষারক টাইট্রেশন, শিখা ফটোমিতির সুবিধা, রিডক্স টাইট্রেশন, আচ্ছাদন ও অনাচ্ছাদন প্রক্রিয়া; আপেক্ষিক গড় বিচ্যুতি ও আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি; বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা, পারমাণবিক বিশ্লেষণে ভোল্টমিতির প্রয়োগ, পারমাণবিক শোষণ বর্ণালীর সুবিধা ও অসুবিধা; নির্ভুলতা ও সূক্ষ্মতা, অক্সিজেন প্রতিবন্ধকতা।
১১। (ক) অর্ধ-তরঙ্গ পটেনশিয়াল কী? এর দ্বারা কিভাবে জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করা যায়? ৯৯%
(খ) ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতির মূলনীতিসহ কার্যপ্রণালী বর্ণনা কর। ৯৯%
১২। (ক) বর্ণনালীমিতিক পদ্ধতিতে তুমি কিভাবে মিথাইল রেড নির্দেশকের pK এর মান নির্ণয় করবে? ৯৯%
(খ) দৃশ্যমান অতিবেগুনি বর্ণালীতে চার্জ ট্রান্সফার ব্যান্ড এবং d-d ব্যান্ডের তুলনা কর। ৯৯%
১৩। (ক) লিগ্যান্ড কী? জটিল মাত্রিক টাইট্রেশনে একদণ্ডী লিগ্যান্ডের পরিবর্তে বহুদণ্ডী লিগ্যান্ড ব্যবহার করা হয় কেন? ৯৮%
(খ) ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণের (DTA) প্রয়োগ বর্ণনা কর। ৯৮%
১৪। (ক) 0.1M ঘনমাত্রার অক্সালিক এসিডের দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? বর্ণনা কর। ৯৮%
(খ) চিলেট কী? চিলেটের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৮%
(গ) একটি নমুনায় 53.03% Fe রয়েছে। দুজন বিশ্লেষক এই নমুনা একই পদ্ধতি ব্যবহার করে নিম্নোক্ত ফলাফল পেল-
১ম বিশ্লেষক : 53.01; 53.07; 53.09 এবং 53.12
২য় বিশ্লেষক : 52.80; 53.20; 52.20 এবং 54.00
কোন বিশ্লেষকের ফলাফল অধিক সূক্ষ্ম এবং কোন বিশ্লেষকের ফলাফল নির্ভুল? ব্যাখ্যা কর। ৯৮%