জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগ বিষয়ঃ- বাংলা কবিতা -০২ সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ-(২০১৯-২০) বাংলা বিভাগ। National University BA (Hons) 2nd Year Bangla Department Subject: – Bangla Kabita-02 Suggestion
বিষয়ঃ- বাংলা কবিতা -০২ সাজেশন
বিষয় কোডঃ- ২২১০০৫.

( খ – বিভাগের (১ – ১৫) এবং গ- বিভাগের (১-১০) টার মধ্যে ইনশাআল্লাহ ৫ টা করে কমন পাবেন)
ক – বিভাগের জন্য
_______________________________
বিগত সালের বোর্ড প্রশ্নের ‘ক’-বিভাগের’ প্রশ্নগুলো-(১২/১৩/১৪/১৫/১৬/১৭/১৮/১৯)
এবং যেকোনো একটি সাজেশন (নবদূত/ ব্যতিক্রম/ দিকদর্শন) সলভ করবেন।
খ- বিভাগের জন্য
______________________________
‍ ৯৯% কমন আসার সম্ভাবনা।

১.লঙ্কাপুরীর সৌন্দর্য বর্ণনা করো।
২.মেঘনাদের মৃত্যু সংবাদ শুনে রাবণের প্রতিক্রিয়া বর্ণনা করো।
৩.দুই পাখি/ যেতে নাহি দিব কবিতার মূলভাব লেখ
৪.”দেবতারে প্রিয় করি, প্রিয়রে “”-কথাটির তাৎপর্য বর্ণনা করো।
৫.বর্ষশেষ কবিতায় কবি নতুনকে বন্দনা করেছেন কেন?
৬.স্পর্ধা কবিতায় বর্ণিত প্রেমিক-প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা করো।
৭.উদ্বোধন কবিতায় কবির ভাবনা সম্পর্কে আলোচনা করো।
৮.ক্ষণিকা কাব্য কবি অতিতের চেয়ে বর্তমানকে প্রাধান্য দিয়েছেন কিভাবে?
৯৫% কমন আসার সম্ভাবনা।

৯.রাবণের রাজসভার বর্ণনা দাও।
১০.লক্ষণ কিভাবে মেঘনাদ কে হত্যা করে।
১১.বীরবাহুর পরিচয় দাও।
১২.”দুজনে কেহ কারো বুঝিতে নাহি পারে “- কবিতা অংশটি ব্যাখ্যা করো।
১৩.” গুণবান যদি পরজন গুনহীন স্বজন——- শ্রেয়ঃ পরঃ পরঃ সদা”– ব্যাখ্যা করো।
১৪.সোনারতরী কবিতার রুপকার্থ বিচার করো।
১৫.মদনভষ্মের পূর্বে কবিতার মুলভাব লিখো।
১৬. কবি তার বয়স সম্পর্কে কী অভিমত ব্যক্ত করেছেন?
১৭. আবির্ভাব কবিতায় দেবীর কাছে কবির প্রার্থনা কি?
১৮. দুঃসময় কবিতায় কবি বিহঙ্গকে পাখা বন্ধ করতে নিষেধ করেছেন কেনো?
গ — বিভাগের জন্য
_______________________________
৯৯% কমনের সম্ভাবনা।
=======================
১.মেঘনাদবধ কাব্যের রাবণ চরিত্র বিশ্লেষণ করো।
২.মেঘনাদবধ মহাকাব্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব এর বর্ণনা দাও।
৩.মহাকাব্য হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা বিচার করো।
অথবা,মেঘ্নাদবদ কাব্য আধুনিক বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য আলোচনা করো।
৪.সোনার তরী কাব্যগ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য চেতনার বর্ণনা দাও।
৫.সোনার তরী কাব্যগ্রন্থ কবির মৃত্যু ভাবনা স্বরূপ বিশ্লেষণ করো।
৬.কল্পনা কাব্যের শিল্পমূল্য বিচার করো।
৭.কল্পনা কাব্যে কবি জীবনের যে পালাবদলের পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো।
৮.ক্ষণিকা কাব্যের ভাব বৈচিত্র ও ছন্দ বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
৯৫% কমনের সম্ভাবনা।
====================
৯.মেঘনাদবধ কাব্যের প্রমীলা চরিত্র বিশ্লেষণ করো।
১০.ট্রাজেডি হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা বিচার করো।
১১.সোনার তরী কাব্যের নিরুদ্দেশ যাত্রা কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো।
১২.সোনার তরী কাব্যের কবির কাল চেতনা ও মর্তপ্রীতি স্বরূপ আলোচনা করো।
১৩.কল্পনা কাব্যে প্রধানভাবে কবির প্রতি ভাবনা ও ঐতিহ্য চেতনার প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো।
১৪. কল্পনা কাব্যের ” স্বপ্ন” কবিতার সার্থকতা বিচার করো।
অথবা,স্বপ্ন কবিতার বিষয়বস্তু আলোচনা করো।
১৫.ক্ষণিকা কাব্যের আবির্ভাব কবিতার বিষয়বস্তু আলোচনা করো।

প্রস্তুতকারক—
গাজী জাহিদ হাসান।
সরকারি ব্রজলাল কলেজ,খুলনা।
বাংলা সাহিত্যে বিভাগ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group