প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৪ ICT Suggestion All Board

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৪ ICT Suggestion All Board. এসএসসি আইসিটি সাজেশন ২০২৩ [সব বোর্ডের পরীক্ষার্থীদের জন্য অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর এবং ICT মডেল টেস্ট / নমুনা প্রশ্ন] এই পোস্টে দেওয়া হলো। SSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের পরীক্ষা হবে ১০ মে ২০২৪ তারিখে (বুধবার)। উল্লেখ্য, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। SSC পরীক্ষা শেষ হবে ২৩ মে ২০২৪ তারিখে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা পরীক্ষা শুরুর আগেই জারি করা হয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২৪ প্রশ্ন সমাধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান দেখুন। এখান থেকে আপনারা সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারবেন। আসুন প্রশ্নের সঠিক উত্তর দেখি। ১০ মে ২০২৪ তারিখে ICT উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে সকল শিক্ষা বোড এর প্রশ্ন সমাধান এখান থেকে আসুন প্রশ্নের সঠিক উত্তর দেখি।

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৪

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৩
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৩

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৩এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৩এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৩এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন সকল বোর্ড ২০২৩

ICT PDF Suggestion All Board

প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged
Names
And Number – ICANN এর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয়া )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর
প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট্র)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার
মালিক প্রতিষ্ঠান?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্ঠা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group