প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ও উত্থান সাজেশন Honours 1st Year History and Emergence of Bangladesh Suggestion

অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ও উত্থান সাজেশন Honours 1st Year History and Emergence of Bangladesh Suggestion.

অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ও উত্থান সাজেশন

ক বিভাগ
1. বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

মাগধী প্রাকৃত ।

11. অখন্ড বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন ? উঃ খাজা নাজিমুদ্দিন।
12. ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?
13. উপমহাদেশে ভাগ কর শাসন নীতি কর নীতি চালু করে কারা ?
14. পাকিস্হানের প্রথম গর্ভনর কে ছিলেন?
15. পূর্ব ও পশ্চিম পাকিস্হানের মধ্যে কত মাইল দূরত্ব ছিল?
16. আওয়ামী মুসলীম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
23. পাকিস্হানে প্রথম কত সালে সামরিক আইন জারি করা হয়? উঃ 1927।
25. EBDO এর পূর্ণরুপ কী?
উঃ Election Bodies Disqualification Order (EBDO), 1959.
26. মৌলীক গনতন্ত্র আদেশকে জারি করেন?
উঃ আইয়ুব খান।
27. মৌলীক গনতন্ত্র আদেশ কবে জারি করা হয়?
1960 সালে।
28. ঐতিহাসিক 6দফা কবে কোথায় ঘোষিত হয়?
উঃ লাহোরে।
29. বাঙালির ম্যাগকার্টা বলা হয় কোনটিকে?
উঃ ছয় দফা।
30. আগর তলা মামলায় কত জন কে আসামি করা হয়েছিল?
উঃ বঙ্গবন্ধু সহ 35 জন।
32. বাংলাদেশের পতাকী প্রথম কোথায় উওোলন করা হয়? উঃ 2 মার্চ।
33. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণটি কত মিনিটের ছিল? উঃ আঠারো মিনিটের।
34. 25 মার্চ মধ্যরাতে গণহত্যার নাম কি ছিল?উঃ অপারেশন সার্চলাইট।
35. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উঃ তাজউদ্দিন আহমেদ।
36. মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ কর্নেল এম. এ.জি ওসমানী।
37. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
38. মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাব কী?
39. বাংলাদেশ কে স্বীকৃতিদান কারী প্রথম দেশ কোনটি? উঃ ভারত।
40. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি গঠীত হয় কখন? উঃ 1972 সালে।

41. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়?

উঃ 1972 সালের ১০ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের গণপরিষদের (সংসদ) যাত্রা শুরু হয়েছিল। গণপরিষদে সংবিধান বিল গৃহীত হয়েছিল ৪ঠা নভেম্বর। উনিশ’শ বাহাত্তর সালেই ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে কার্যকর হয়েছিল সংবিধান। 1972 সালে 16 ই ডিসেম্বর।
42. বাংলাদেশের সাংবিধানীক নাম কী? উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
43. কত সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করেন? উঃ বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর ৩২ তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল।
44. বাকশাল এর পূর্ণ রুপ কী? উঃ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ (বাকশাল)।
45. পূর্ব ও পশ্চিম পাকিস্হানের মধ্যে কত মাইল দূরত্ব ছিল?উঃ বারোশো মাইল।

46. তমদ্দুশ মজলিশ গঠীত হয় কখন? উঃ 1947 সালে।

47. বাংলাকে প্রথম কে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব দেন? উঃ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।

48. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির রচয়িতা কে ? উঃ আব্দুল লতিফ।

49. পাকিস্হানের সংবিধানে কখন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? উঃ 1956 সালে।

50. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?উঃ এগারোটি।
51. মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাব কী? উঃ বীরশ্রেষ্ঠ।
52. কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? উঃ মহিদাসের ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
53. ভূপ্রাকৃতিক বৈশিষ্ঠ অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় ?উঃ তিনটি।
54. বাংলাদেশের সবচেয়ে উঁচু পূর্বতশৃঙ্গের নাম কি? উঃ তাজিয়ডং/বিজয়।
55. বাঙ্গালিদের ওপর কোন নর গোষ্ঠির প্রভাব সবচেয়ে বেশী? উঃ অস্ট্রি-দ্রাবিড়ীয়।
56. বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?উঃ বৈদিক ভাষা থেকে।
57. বাংলাদেশের ওপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?উঃ কর্কটক্রান্তি রেখা।

58. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?

উঃ মেঘনা।

59. বাংলাদেশের আদি নরগোষ্ঠির নাম কি? উঃঅস্ট্রিক
60. বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভূক্ত? উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা।
61. দ্বিজাতি তত্বের প্রবক্তা কে? উঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
62. লাহোর প্রস্তাব কে উস্হাপণ করেন ?উঃ শেরে বাংলা এ.কে ফজলুল হক।
63. অখন্ড বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন?উঃ খাজা নাজিমুদ্দিন ।
64. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
65. ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? উঃ 1947 সালে।
66. উপমহাদেশে ভাগ কর শাসন নীতি কর নীতি চালু করে কারা ?
উঃ বৃটিশরা।
67. কে ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
68. কবে তমদ্দুশ মজলিশ গঠীত হয়? উঃ 1947 সালে।
69. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির রচয়িতা কে?
উঃ আব্দুল লতিফ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group