রেজাল্টশিক্ষা নিউজ

HSC ফলাফল 2024 Download মার্কশীট সহ । এইচএসসি রেজাল্ট ২০২৪ HSC Result

HSC ফলাফল 2024 Download মার্কশীট সহ । এইচএসসি রেজাল্ট ২০২৪। ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। দুপুর ১২ টায় অনলাইনে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।  ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।

শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সারাদেশে একযোগে প্রকাশিত হবে। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় সব কেন্দ্রে একযোগে অনলাইনে ফল প্রকাশ করা হবে।

HSC ফলাফল 2024 Download মার্কশীট সহ । এইচএসসি রেজাল্ট ২০২৪ HSC Result

HSC ফলাফল 2023 Download মার্কশীট সহ । এইচএসসি রেজাল্ট ২০২৩

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে।

এদিকে বরিশাল বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে:

HSC <Space > Board name (First 3 letter) <Space> Roll <Space> 2024 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে কলেজ ও মাদরাসাগুলোকে।

HSC results in tomorrow. The HSC and equivalent results will be published tomorrow (February 13). The education boards said the results will be available online at noon.  In 2024, the total number of candidates in HSC and equivalent examinations including 9 general education boards and madrasa and technical education boards is about 14 lakh. The HSC written exam continues till December 30. After that, the practical examination of the examinees is held. Now the results of the candidates are being processed by the education boards.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group