এইচএসসি রেজাল্ট HSC ফলাফল ২০২৩ দেখার নিয়ম নিয়ে আজকে আলোচনা করা হবে। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সবাই অটোপাস। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে এ ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে।
এইচএসসি রেজাল্ট HSC ফলাফল ২০২৩
এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 দেখার নিয়ম নিম্নে দেয়া হল।
প্রথমে ভিজিট করুন http://www.educationboardresults.gov.bd/ অথবা http://eboardresults.com/app/stud/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর পরীক্ষার নাম HSC/ Equilavent,
পরীক্ষার সাল ২০২২ সিলেক্ট করুন,
শিক্ষা বোর্ড সিলেক্ট করুন,
রোল নাম্বার লিখতে হবে,
রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং Captacha পূরণ করুন।
এরপর Submit Button ক্লিক করলে পেয়ে যাবেন আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল।
মোবাইল ফোনে মেসেজ করে এইচএসসি অটোপাশ ফলাফল জানবেন যেভাবে?
মোবাইলে এসএমএস মাধ্যমেও খুব সহজে চেক করতে পারবেন এইচএসসি ফলাফল ২০২৩। এজন্য মোবাইলের Message অপশনে গিয়ে একটি নতুন SMS লিখতে হবে।
HSC<Space> Board Name <Space> Roll Number <Space> Exam Year এই মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে পেয়ে যাবেন HSC পরীক্ষার ফলাফল ২০২৩।
জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।