প্রশ্ন সমাধানবিসিএস

৪৩তম বিসিএস প্রিলির বাংলা ব্যাকরণ প্রশ্নের সমাধান ২০২১

৪৩তম বিসিএস প্রিলির ব্যাকরণ প্রশ্নের সমাধান ২০২১

বাংলা ব্যাকরণ অংশের সমাধান
ব্যাকরণ অংশ
১। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত
= হিত্তিক ও তুখারিক
২। রুখের তেন্ত্তুলি কুমীরে খাই- এর অর্থ কী ?
= গাছের তেঁতুল কুমিরের খাবার, (চর্যাপদের পদকর্তা কুক্কুরীপার পদ)
৩। আসমান কোন ভাষা থেকে এসেছে ?
= ফারসি
৪। নিম্ন বিবৃত স্বরধ্বনি এর অর্থ কী ?
= আ
৫। বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন
= ব্যঞ্জনদ্বিত
৬। সপ্তকাণ্ড রামায়ন বাগধারাটির অর্থ
= বৃহৎ বিষয়
৭। ডেকে ডেকে হয়রান হয়েছি। – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে ?
= পৌন:পুনিকতা
৮। ভুল বানান কোনটি ?
=ভূবন
৯। যিনি বিদ্বান , তিনি সর্বত্র আদরনীয় । – এটি কোন ধরনের বাক্য ?
= জটিল বাক্য
১০। চিকিৎসা শাস্ত্র কোন সমাস
= কর্মধারয় ( চিকিৎসাশাস্ত্র‌‌= চিকিৎসা বিষয়ক শাস্ত্র = মধ্যপদলোপী কর্মধারয়)
১১। কোনটি নামধাতুর উদাহরণ
= বেতা
১২। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ
= ভেড়া
১৩। তাতে সমাজজীবন চলে । – এ বাক্যটির অস্তিবাচক
= তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
১৪। বাগযন্ত্রের অংশ কোনটি ?
= সবগুলো
১৫। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিল ?
= সম্প্রদান
১৬। জিজীবিষা – শব্দটির অর্থ
= বেঁচে থাকার ইচ্ছা
১৭। Attested পরিভাষা
= হায়াদ মামুদের ভাষা শিক্ষা বই অনুসারে সত্যায়িত
বাংলা একাডেমির ডিশনারী মতে প্রত্যয়িত । পরীক্ষক কোনটিকে যে উত্তর হিসেবে রেখেছে বলা মুসকিল ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group