প্রশ্ন সমাধানবিসিএস

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র 2021

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র 2021 41st BCS Written Exam English Question Paper 2021 আজকে অনুষ্ঠিত ৪১ তম বিসিএস লিখিত ইংরেজি অংশের Parts of Speech এর সমাধান:

Absorb এর Noun Absorption
আর Adjective হলো Absorbed

Include এর noun inclusion
আর Adjective হলো inclusive

Degradation এর verb Degrade আর adjective হলো degraded

Rely এর noun reliance
আর adjective হলো reliable

Significant এর noun significance
আর verb হলো signify

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র 2021

Compiled By
Mohammad Robiul Islam Rajib

আজকে অনুষ্ঠিত ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা থেকে ইংরেজি অনুবাদ
দৈনিক প্রথম আলো মতামত , ২১ জুন,২০২১(২০ তারিখের নিউজ)

যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত।

==At present,more than 82 million people around the world are displaced to save them from war, oppression, violence and human rights abuses.

বাস্তুচ্যুত মানুষের এ রেকর্ড সংখ্যা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক।

==This record number of the displaced people is almost half of the total population of Bangladesh.

সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান উৎসের পাঁচটি দেশের একটি মিয়ানমার, যেখান থেকে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।

==Myanmar is one of the five major sources of displacement across the world,from where about 10 lakh Rohingya fled to Bangladesh being refugee in 2017.

উদার মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ চার বছর ধরে এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দিচ্ছে।

==Bangladesh has been sheltering these Rohingya refugees in Cox’s Bazar for four years as an example of liberal humanity.

এই শরণার্থীরা নিজ দেশে ফিরে যেতে চায়; কিন্তু তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মিয়ানমারের নাগরিক হওয়ার একটি সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সেটা সম্ভব নয়।

==These displaced refugees want to return to their respective country.But it is not possible without a fair plan for their security, dignity and citizenship of Myanmar.

তার আগপর্যন্ত এখানে আমরা তাদের সুরক্ষা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছি।

==Until then,we have been providing them protection,support and safety.

প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ–কষ্ট ও যন্ত্রণার ইতিহাস।

==Every refugee has a history of individual suffering and misery.

বিশ্ব শরণার্থী দিবসের এই দিনে আমরা স্মরণ করি তাদের দৃঢ় প্রত্যয় ও টিকে থাকার মনোভাবকেও।

==We also remember their firm conviction and the struggle of survival on this day of World Refugee Day.

তারা নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে। তারা আশাবাদী, একদিন তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে।

==They are regularly struggling to survive with dignity.They are optimistic that oneday they will return to Myanmar,their homeland.

Farhana Islam

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group