খাগড়াছড়ি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩| Khagrachhari KHDC Primary Exam Question Solution 2023 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
১। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? উত্তরঃ ১৯৭৪
২। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? উত্তরঃ ইন্দোনেশিয়া [মালেশিয়ার Sepak takraw]
৩। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? উত্তরঃ সুলতানি আমলে
৪। বাংলাদেশের ঘোড়া প্রচলন চালু করেন? উত্তরঃ শেরশাহ
৫। সংবিধানের ৭ মার্চের ভাষণ কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ পঞ্চম তফসিলে


৬। National Day Of Bangladesh is? উত্তরঃ ২৬ মার্চ
৭। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? উত্তরঃ ৭টি
৮। চাল রপ্তানীতে র্শীর্ষ দেশ? উত্তরঃ ভারত [32.6% of total rice exports]
৯। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? উত্তরঃ ২ টাকা
১০। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি? উত্তরঃ প্রধানমন্ত্রী
১১। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী- পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তরঃ ২৮ (২)
১২। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তরঃ ৬.১৫ কি.মি
১৩। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তরঃ ১৩৬
১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? উত্তরঃ ফ্রান্স
রিটেন -২০
১)জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে ১০ টি বাক্য।
২) your favourite hobby নিয়ে ১০ টি বাক্য।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি
১। বিগত সালের প্রশ্নগুলো সলভ করুন
২।সাধারণ জ্ঞান ( বিসিএস সব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুলোর বাইরে পড়ার দরকার নেই
৩। ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ থেকে রিপিটেড যেসব টপিকস থেকে প্রশ্ন আসে সেসব টপিকসের খুঁটিনাটি জানতে হবে । এখানেও বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষা থেকে রিপিটেড প্রশ্ন আসে । বাংলা ও ইংরেজি বানান , synonym এবং antonym , preposition, idioms and phrases দেখে রাখুন ।
৪। গণিতে যেহেতু পাটিগণিত থেকে প্রশ্ন বেশি আসে সেহেতু ছোট ছোট অংক ও সট টেকনিকের উত্তর বের করতে দক্ষ হন । বীজগণিতের সূত্রাবলীর বেসিক প্রয়োগ সম্পর্কে অংক করুন । জ্যামিতির বেসিক কনসেপ্ট এবং বিগত সালের প্রশ্ন ।
মোট কথা, শেষ সময়ে প্রাইমারির বিগত সালের প্রশ্ন এবং বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ এবং ঠাণ্ডা মাথায় গণিত অনুশীলন করলে পরীক্ষায় এগিয়ে থাকবেন । এই পরীক্ষায় ব্যাপক প্রশ্ন রিপিটেড হয় । এজন্য কাট মার্ক বেশি হয় । প্রশ্ন যদি বেশি রিপিটেড না হয় তাহলে বেসিক অনুযায়ী যেটা পারবেন সেটাই দিবেন এবং এখন থেকেই বহুবার আসা টপিকস গুলো বারবার ঝালিয়ে নিবেন ।
বি.দ্র: এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০ মার্কস লিখিত অংশ থাকতে পারে ( পার্বত্য চট্টগ্রামের জেলার পরীক্ষা গুলোতে এসেছে । এছাড়া ৬০ মার্কস এমসিকিউ আর ভাইভা ২০।
মোট মার্কস= ৬০+২০+২০=১০০।
সময়:১ঘণ্টা ২০ মিনিট।
প্রতিটি ভুল উত্তরের জন্য (০.২৫) কাটা যেতে পারে।
চলতি সপ্তাহে বিস্তারিত জানা যেতে পারে ।