জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ National University Degree 3nd year Result 2023 Has Been Published On Daily Result BD website. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার রেজাল্ট 2023 প্রকাশ। NU ডিগ্রী ৩য় বর্ষের প্রকাশিত ফলাফল দেখুন এখানে।
NU ডিগ্রী তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি শেষ হয়। এ বছর সারাদেশে মোট ২,৭৩,৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বছর মোট ১৮১৫ টি কলেজের শিক্ষার্থীরা ৬৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়
NU ডিগ্রী ৩য় বর্ষের ফলাফল 2023 কবে দিবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষের ফলাফল ৬ ফেব্রুয়ারী 2023 প্রকাশিত হয়েছে
ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট 2023 কবে দিবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল ৯ ফেব্রুয়ারী ২০২২ প্রকাশিত। গত বছর সারা দেশের ৬৯৬টি কেন্দ্রে ১৭৭৩টি কলেজের সর্বমােট ২,২০,৭৮৪ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৪৯% ছিল।
ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযােগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযােগ গ্রহণযােগ্য হবে না।
২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ সম্পর্কিত বিজ্ঞপ্তি
২০১৯ সালের ৩য় বর্ষ ডিগ্রী রেজাল্ট দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd থেকে। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও আপনি আপনার ডিগ্রী ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন।
যেভাবে দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২১
ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল এবং সার্টিফিকেট কোর্সের ফলাফল প্রকাশিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এর মাধ্যমে আপনি দুই ভাবে দেখতে পারেন আপনার ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা
যাবে। যে কোন মােবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে NU<space>DEG <space> ROLL no লিখে 16222 নম্বরে Send করতে হবে।
NU Result Online মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি পরিক্ষার রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/ অথবা http://www.nubd.info/res_deg/degreeResForm.php তারপর রেজাল্ট পেজের বাম সাইড এর সার্চ অপশন থেকে ডিগ্রি ৩য় বর্ষ পছন্দ করুন এরপর সার্চ বক্সে আপনার রোল/ রেজিস্ট্রাশন নম্বর এবং পরীক্ষার বছর দিয়ে সার্চ করুন। পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল / সার্টিফিকেট কোর্সের ফলাফল।
এসএমএস এর মাধ্যমে ডিগ্রি ফাইনাল রেজাল্ট ২০২০
খুব সহজেই মোবাইলের মেসেজ এর মাধ্যমে পেতে পারেন আপনার ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট কোর্সের রেজাল্ট। এসএমএস এর মাধ্যমে ডিগ্রি রেজাল্ট 2018 পেতে নিচের নিয়ম অনুসরণ করুন।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU <Space> DEG <Space> আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।
উদাহরণঃ NU DEG 344555 SEND 16222
NU <Space>DEG < Spacce> Roll Number And Send To 16222 Number.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে ডিগ্রি তৃতীয় বর্ষের ২০১৭ ফলাফল ডেইলি রেজাল্ট বিডি থেকেও দেখা যাবে।
অনলাইনে ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল দেখতে ক্লিক করুন
উপরের বক্সে DEGREE 3nd Year ফলাফল দেখতে সমস্যা হলে ক্লিক করুন লিংক http://www.nubd.info/res_deg/degreeResForm.php ২
NU DEGREE 3RD YEAR FINAL YEAR RESULT 2021
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি শেষ হয়। এ বছর সারাদেশে মোট ২,৭৩,৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বছর মোট ১৮১৫টি কলেজের শিক্ষার্থীরা ৬৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
সারা দেশের ৬৯৬টি কেন্দ্রে ১৭৭৩টি কলেজের সর্বমােট ২,২০,৭৮৪ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৪৯%।
এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ২৪ মে ২০১৮ । সারাদেশের এক হাজার ৭২১টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ৪৫ হাজার ৫৭২ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৭ হাজার ৪০৫ জন পাশ করেছে। গড় পাশের হার ৫৩ দশমিক ১৮ শতাংশ।
ডিগ্রি ফাইনাল রেজাল্ট ২০২২ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলীঃ
পরীক্ষার ফলাফল পাবার পর আপনার যদি মনে হয় যে আপনার রেজাল্ট ভুল এসেছে তাহলে আপনি ফলাফল পুনঃমূল্যায়ন / সংশোধনের এর জন্য জাতীর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এ ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পুন:নিরীক্ষণের অনলাইনে আবেদন করতে হবে।
পোস্ট সম্পর্কিত বিষয়ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল ২০১৯, national University Degree 3rd year result 2019 , ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট, ২০১৭ সালের ডিগ্রী ৩য় বর্ষের ফলাফল, Degree third year result 2019, nu results