জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষে আইসিটি এবং ৩য় বর্ষে সফ্ট স্কিল কোর্স দু’টি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষে আইসিটি এবং ৩য় বর্ষে সফ্ট স্কিল কোর্স দু’টি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে আইসিটি এবং সফ্ট স্কিল কোর্স দু’টি চালু করা হবে।

আজ ১৫ ডিসেম্বর গাজীপুরে সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভায় কলেজগুলোতে কোর্স দু’টি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

উক্ত সভায় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ৩৫ লাখ শিক্ষার্থীর জীবনে আমূল পরিবর্তন নিশ্চিত করা। শিক্ষার্থীদের আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযুক্ত করে গড়ে তুলতে সময় উপযোগী নতুন কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছি। কলেজগুলোতে আইসিটি ও সফ্ট স্কিল শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও নতুন শর্টকোর্স চালু হবে। শিক্ষার্থীরা এসব কোর্স শিখে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে আইসিটি এবং তৃতীয় বর্ষে সফ্ট স্কিল কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে ১৯টি শর্ট কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। কোর্সগুলো হচ্ছে- ডাটা এনালিস্ট, আর্কাইভ ও রেকর্ড ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রেসপনসিভ ওয়েব ডিজাইন, কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টাম, পারফরমিং আর্টস অ্যান্ড ড্রামা, অন্ট্রাপ্রেনারশিপ, গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সোলার পাওয়ার টেকনোলজি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্লু ইকোনমি, মেন্টাল হেল্থ ফার্স্ট এইড, কনটেন্ট রাইটিং, স্পোর্টস ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো অনার্স ও ডিগ্রি পর্যায়ে ওপেন থাকবে। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী এই কোর্সগুলো করতে পারবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group