শিক্ষা নিউজ

আয়ের বিভিন্ন খাত লিখ? প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কি? আয়ের বৈশিষ্ট্য কি? আয়করের সংজ্ঞা লিখ।

প্রশ্ন-আয়ের বিভিন্ন খাত লিখ?
উত্তরঃ আয়ের খাত–
১৯৮৪ খ্রিস্টাব্দে আয়কর অধ্যাদেশের বলে আয়করের ৭টি খাতের কথা বলা হয়েছে।যথাঃ-
১.বেতন–শ্রম,মেধা ও সেবা বিনিময় বার্ষিক বা সময় ভিত্তি যে আয় করা হয় তাই বেতন।অর্থাৎ বেতন হল আয়ের অন্যতম খাত।
২.লগ্নিপত্রের উপর সুদ–সরকার বা অন্যকোন প্রতিষ্ঠানের পক্ষ হতে কোন ব্যক্তি ঋণপত্র বিল করে তাই লগ্নিপত্রের উপর সুদ যা আয়ের অন্যতম খাত।
৩.গৃহ সম্পত্তি হতে আয়–
৪.কৃষি আয়
৫.ব্যবসায় অথবা পেশাগত আয়
৬.মূলধনী লাভ
৭.অন্যান্য উৎস হতে আয়।

প্রশ্ন- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কি?
উত্তরঃ
প্রত্যক্ষ কর- করদাতা (নিজেকেই বহন করতে হয়) অন্যের ঘাড়ে তা ফেলার উপায় থাকে না।
পরোক্ষ কর- করদাতা (নিজে বহন করে না), পরোক্ষভাবে অন্যের ঘাড়ে ফেলে তা প্রদান করা হয়।
যেমনঃ বিক্রিয় কর,ভ্যাট বিক্রেতা বিক্রিত পন্যের উপর কর বা ভ্যাট প্রদান করলেও তা ভোক্তা সাধারনের নিকট হতে আধায় করা হয়।
প্রত্যক্ষ কর করদাতা নিজেই দিয়ে থাকে বিধায় এজন্য করদাতা উদ্বিগ্ন থাকে।কিন্তু পরোক্ষ করের জন্য কারো মাথা ব্যথা পরিলক্ষিত হয় না কেননা এতে কারো গায়ে তেমন লাগে না।

প্রশ্ন- আয়ের বৈশিষ্ট্য কি?
উত্তরঃ
১.রাজস্ব আয়
২.মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয়
৩.অর্থ আকারে প্রাপ্তি
৪.নিয়মিতভাবে প্রাপ্তি
৫.অপর ব্যক্তি হতে প্রাপ্তি
৬.সুনির্দিষ্ট খাত ও উৎস
৭.বৈধ বা অবৈধ আয়

প্রশ্ন- আয়করের সংজ্ঞা লিখ।
অথবা আয়কর বলিতে কি বুঝ?
অথবা আয় কাকে বলে? মুলধনী জাতিয় আয় ও মুনাফা জাতীয় আয় কি–এর ভিতরে কোনটি উপর কর ধার্য করা যায় -তা আলোচনা কর?

*️উত্তর-আয়কর(income Tax):
-আইনের ভিত্তিতে,” আয়ের উপর বাধ্যতামূলকভাবে প্রদেয় করকে আয়কর বলে।”
-১৯৮৪ খ্রিস্টাব্দে আয়কর অধ্যাদেশ বলে আয়কর ধার্য ও সংগ্রহ করা হয়।

উদাহরণঃ–(আয় কাকে বলে কি কি)
-সাধারনত আয় বলতে, স্হায়ী সম্পত্তি ব্যবহারের ফলে,শ্রম,মেধা ও সেবার বিনিময়ে বার্ষিক/ সময় ভিত্তিক যে অর্থ পাওয়া।
-উক্ত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।
-বার্ষিক /সময়ে ভিত্তিক অর্থ প্রাপ্তি আয় হলেও নিদিষ্ট সময়ে ভিত্তিক অর্থ প্রাপ্তিকে আয় বলা যায় না।

ইহা ২ প্রকার।যথাঃ
১.মূলধনী প্রাপ্তি বা মূলধনী জাতীয় আয়(capital receipts) ও
২.মুনাফা প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়(Revenue receipts)
-মূলধনী সম্পত্তি (বিনিময়ে) যে লাভ/আয় হয় তাকে মূলধনী জাতীয় আয় বা মূলধনী জাতীয় প্রাপ্তি
-মূলধনী সম্পত্তি (ব্যবহারের) দ্বারা যে লাভ/আয় হয় তাকে মুনাফা জাতীয় আয় বা মুনাফা প্রাপ্তি বলে।
-মূলধনী জাতীয় আয়। যথাঃ- স্হায়ী সম্পত্তি বিনিময় আয়(ভূমি,ব্যবহারকৃত স্বর্ণ অলংকার ,ব্যবহারকৃত মোবাইল ফোন ইত্যাদি)।
-মুনাফা জতীয় আয়।যথাঃ- স্হায়ী সম্পত্তি ব্যবহারে ফলে আয়(শ্রম,মেধা বা সেভা,ঠিকাদারি কাজ ইত্যাদি)।
-স্বল্প মেয়াদী(circulating capital) যথা মজুত মাল বিনিময় যে আয় হয় তার উপর কর ধার্য করা হয় না।

রাজস্ব আইন ৫০৭ ,এলএলবি পার্ট -১ । জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group