শিক্ষা খবরশিক্ষা নিউজ

বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসন রেখেই ক্লাস শুরু

বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসন রেখেই ক্লাস শুরু।একাধিকবার ভর্তি বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়ায় আসন ফাঁকা রেখেই ২০২০-২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সন্নিকটে চলে আসায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী খরায় ভুগছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টিতে ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে ভর্তি হয়েছে ৮২৫ জন। এখনো ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৭৪টি, ‘বি’ ইউনিটে ১০৯৫টি আসনের মধ্যে ৭৪৬টি ও ‘সি’ ইউনিটে ৪৫০ টি আসনের মধ্যে ২৫০টি আসন ফাঁকা রয়েছে। আসন পূরণে তৃতীয় বারের মতো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে এই বিজ্ঞপ্তিতেও শিক্ষার্থী না পাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়ার সাথে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষকরা।

২০২১-২২ সালের ভর্তি কার্যক্রম নিকটে চলে আসায় আসন ফাঁকা রেখেই ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। আগামী ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসলে দ্রুত সময়ের মধ্যে স্নাতক প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু করা হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ নভেম্বরের মধ্যে তিনটি ইউনিটের ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর নিজেদের নিয়ম অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়গুলো। তবে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ই শিক্ষার্থী সংকটে ভুগছে। আসন পূরণে বারবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ভর্তির জন্য শিক্ষার্থী পাচ্ছে না তারা।

Classes begin with empty seats in the university. The cluster universities are going to start classes with the students admitted in 2020-21, leaving the seats vacant due to the non-availability of students despite multiple admission notices. Such a decision is going to be taken as the admission process for the academic year 2021-22 is approaching. The Islamic University of Kushtia is suffering from the highest number of students drought among the cluster universities.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group