শিক্ষা নিউজ

দেশজুড়ে আজও চলছে দ্বিতীয় দিনের বই বিতরণ কার্যক্রম

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের বই বিতরণ কার্যক্রম চলছে। করোনার জন্য এবার পর্যায়ক্রমে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। একেকদিন একেক শ্রেণির শিক্ষার্থীরা পাচ্ছে নতুন বছরের নতুন বই। উৎসব আয়োজন না থাকলেও নতুন বই হাতে পেয়ে খুশির কমতি নেই শিক্ষার্থীদের মধ্যে। বছরের শুরুতেই বই দেয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও।

শিক্ষকরা জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই চলছে পুরো কার্যক্রম। গতকালও বছরের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ করা হয়েছে। চলতি মাসেই বই দেয়ার কার্যক্রম মেস করা হবে বলে জানানো হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে।

Second-day book distribution activities are going on in educational institutions across the country. Textbooks are being distributed to Corona in phases. Every day students of different classes get new books of the new year. Even though the festival is not organized, there is no shortage of happiness among the students in getting new books. Parents also expressed satisfaction at being given books at the beginning of the year. The teachers informed that the whole activity is going on in accordance with the proper hygiene rules. Books were also distributed in the educational institutions on the first day of the year yesterday. It has been informed that the book distribution activities will be messed up this month. In the current academic year, 34 crores 80 lakh 22 thousand 130 textbooks will be distributed free among 4 crores 18 lakh 26 thousand 758 students.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group