শিক্ষা নিউজ

পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এ দুটি পাবলিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে রবিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘আমরা আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েছি। পরীক্ষা না নেওয়ার কোনও সিদ্ধান্তের কথা জানাইনি।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত বলেন, ‘এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আমার জানা নেই। জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে যা বলবেন সেটাই সত্য।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ বলেন, ‘এখন পর্যন্ত মন্ত্রণালয় পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। পরীক্ষা নেওয়ার ব্যাপারে আগের সিদ্ধান্তই রয়েছে। পরীক্ষা না নেওয়া গেলে পরে তা জানানো হবে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group