শিক্ষা নিউজ

নির্দিষ্ট সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি, সেই প্রার্থনা করি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী ১৩ জুন ২০২১ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করেছি আমরা। এর আগেও তারিখ দেয়া হয়েছে একাধিকবার। তবে খুলতে পারিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়। সংক্রমণ যেন আর না বাড়ে কামনা করছি। যাতে নির্দিষ্ট সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি, সেই প্রার্থনা করি।’

রোববার (৩০ মে ২০২১) ‘ওয়ালটন ল্যাপটপ কোটি টাকার শিক্ষাবৃত্তি’ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের মুখোমুখি পাঠদান সেটি বন্ধ রয়েছে। তবে পাঠদান কার্যক্রম বন্ধ হয়নি। অনলাইনে আমাদের পাঠদান অব্যাহত আছে। অনেক সীমাবদ্ধতায় শতভাগ শিক্ষার্থী কাছে পৌঁছাতে পারছি না আমরা। এর বড় কারণ ডিজিটাল ডিভাইস। জরিপে জানতে পেরেছি, ২৫ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থীর ডিজিটাল ডিভাইস নেই।’

তিনি বলেন, ‘আমরা ৮০ ভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছি। আর ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে যুক্ত হয়েছে। যতটুকু সম্ভব, আমরা শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছি। ওয়ালটনের শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের জন্য বড় সংবাদ। করোনার কারণে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চালু রেখেছি। তবে পর্যাপ্ত ডিজিটাল ডিভাইস না থাকায় শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি। এক্ষেত্রে ওয়ালটনের শিক্ষাবৃত্তি এবং বিনা সুদে কিস্তি সুবিধা ডিভাইস সহজলভ্য করবে।’
ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। ঈদে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে যেভাবে সবাই বাড়িতে গেছেন তাতে অবশ্যম্ভাবী পরিণতি দেখছি। করোনা সংক্রমণ পুনরায় বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধ জায়গা, সংক্রমণের ঝুঁকি বেশি। উন্নত বিশ্বেও শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখতে পারেনি, অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। আমাদের শিক্ষার্থী অনেক বেশি। এ জন্য বাস্তবতা মানতে হবে।’

অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group