পরীক্ষা

২০২২ সালের মাঝামাঝি সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

পরিস্থিতি নিয়িন্ত্রণে থাকলে ২০২২ সালের মাঝামাঝি সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘আমরা পরীক্ষাগুলো (এসএসসি-এইচএসসি) নিতে চাই। সময়মতো হবে না এটা খুবই স্বাভাবিক। কারণ শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। কিন্তু করোনা পরিস্থিতিতে তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে আশা করছি, পরীক্ষার তারিখ দুই-তিন মাস আগে বলতে পারব। আর পরিস্থিতি স্বাভাবিক না থাকলে সময় পেছাবে। ’

এ সময় সবাইকে গুজবে কান না দিতেও পরামর্শ দেন দীপু মনি। তিনি বলেন, ‘পরীক্ষা কখন হবে, কীভাবে হবে সব জানিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। আমরা যা বলব সেটাই বিশ্বাস করবেন। দায়িত্বশীল ব্যক্তিদের কথা শুনবেন। তাহলে সঠিক তথ্য পাবেন।’

যদিও সবসময় আগে থেকেই জানা থাকে কখন এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। কিন্তু এবার অনেক আগে জানানো সম্ভব হবে না বলেও জানান দীপু মনি। তিনি আরও বলেন, ‘পরিস্থিতি কখন কোন পর্যায়ে থাকবে আমরা কেউ জানি না। যদি পরিস্থিতি খুব বেশি অনুকূলে না থাকে তখন তো আমাদের করার কিছুই থাকবে না। যদি পরিস্থিতি আমাদের হাতে থাকে তাহলে অবশ্যই আমরা পরীক্ষাগুলো নেবো।’

‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে কম ব্যাহত হয়, তারা যাতে হতাশায় না ভুগে সেদিকটা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নেবো’, যোগ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group