শিক্ষা নিউজ

অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দেশজুড়ে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দেশজুড়ে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসব কমসূচিতে ছুটি আর না বাড়িয়ে একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানান তারা।

বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল মোর্শেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জান্নাতুন নাঈম জেরি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রওনক জাহান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মমিনুল ইসলাম, সুশেন, কারমাইকেল কলেজের ওসমান গণি, রংপুর সরকারি কলেজের জসিম আহমেদ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফিরোজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

জামালপুর : দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সাইদ পলাশ ও আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দেশজুড়ে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয় : সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে সাইফুল্লাহ্ মনসুর, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রমজান শেখ তারিম প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী : দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কারিগরি প্রশিক্ষণকেন্দ্র শিক্ষার্থীরা। গত দুই মাস যাবত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধ থাকায় তারা দক্ষতার প্রশিক্ষণ সার্টিফিকেট নিতে পারছেন না বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group