শিক্ষা নিউজ

এসএসসি সমমান এবং এইচএসসি পরীক্ষার জন্য নতুন পরিকল্পনা

এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। অ্যাসাইনমেন্ট তৈরি করা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস অন্তর্ভুক্ত করে। জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন অ্যাসাইনমেন্ট তৈরি করছে। অ্যাসাইনমেন্ট তৈরি হলেই তা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে। অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়নে সরাসরি ক্লাস নিয়ে শেষ করা হবে। আর সংক্ষিপ্ত সিলেবাস শেষ হলেই করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি। এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী পরীক্ষা হবে। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তারপরও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সরাসরি ক্লাস করাবো। আমাদের চেষ্টা থাকবে এসএসসির ৬০ দিন এবং এইচএসসির ৮০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করিয়ে নেবো। যদি একান্তই না পারি তাহলে যতটুকু করা সম্ভব হবে যতটুকু পারি ততটুকুই পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

অ্যাসাইনমেন্ট প্রণয়ন নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ট্রিবিউনকে বলেন, ‘এনসিটিবি অ্যাসাইনমেন্ট তৈরি করছে। অ্যাসাইনমেন্ট তৈরি শেষ হলেই তা বাস্তবায়ন শুরু হবে। ’

এর আগে অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছিলেন, করোনা সংক্রমণ ৫ শতাংশ বা তার নিচে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু বিদ্যমান পরিস্থিতি অনুকূলে না আসায় ছুটি বাড়াতে হচ্ছে।

এদিকে রবিবার (২৩ মে) চলাচল ও সার্বিক কার্যক্রমের ওপর বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও এক দফা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে সরকার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group