শিক্ষা নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার জন্য এবার কেন্দ্র বাড়ানো হচ্ছে। তৈরি হচ্ছে প্রশ্নপত্রও। সেই সঙ্গে আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ফরম পূরণ।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল-কলেজ। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও করোনার সংক্রমণ বাড়ায় তা এখন অনিশ্চিত।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৬০ দিন ক্লাস নিয়ে ১৫ দিন সময় দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। প্রস্তুত হচ্ছে প্রশ্নপত্র। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার জন্য কি পরিমান কেন্দ্র লাগবে তা নিয়ে চলছে হিসাব-নিকাশ।

শিক্ষা বোর্ড বলছে, ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ চলবে। বোর্ড ফি এবং কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের জন্য ১ হাজার ৮৫০ টাকা নির্ধারণ হয়েছে।

শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন, পরীক্ষার সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়ে এখন ভাবতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।

শিক্ষাবোর্ড বলছে, এবার কোনো টেষ্ট পরীক্ষা হবে না। সেই সঙ্গে ২০২১ সালের কোন বেতন ও সেশন ফি শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group