শিক্ষা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সন চালু হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘আমরা চাচ্ছি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে। এজন্য মানসম্মত প্রাথমিক শিক্ষক লাগবে। আমরা দেখেছি, শিক্ষকরা ইংলিশে দুর্বল, অনেকে এইচএসসি পাস করে এসেছে। এজন্য বিয়ে পাস ছাড়া আর নিয়োগ দেব না। এখন ভালো স্টুডেন্ট আসছে। পিটিআইগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ইংরেজির জন্য তৈরি করবো। তারা মাঠপর্যায়ে গিয়ে শিক্ষকদের তৈরি করবেন। অংকে দক্ষ করতে গণিত অলিম্পিয়াডও হচ্ছে।’

আজ রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ প্রশিক্ষণের জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে চুক্তি হয়েছে। আগে দেখা গেছে, অনেকে বিদেশে প্রশিক্ষণে গিয়ে ফিরে আর আসে না। এজন্য পিটিআইতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমে দুই হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট এক লাখ ৩০ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১২টি পিটিআইতে এক বছর ধরে প্রশিক্ষণ চলবে। এজন্য সরকারের ৪৬ কোটি টাকা খরচ হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যেক বিভাগে অন্তত একটি করে প্রাথমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সন করতে চাচ্ছি। আমাদের এখন সমস্ত কিছু আছে। আগের সেই প্রাইমারি স্কুলের চিত্র আর নেই। অবকাঠামোর দিক দিয়ে অনেক এগিয়ে গেছি। আমরা প্রত্যেক বিভাগে বা জেলায় এটি শুরু করতে চাচ্ছি। ইংলিশ ভার্সন ঢাকা থেকে শুরু হবে।’ এসময় ঝরে পড়া রোধে বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group