শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাক প্রাথমিকের কাল থেকে ক্লাস শুরু

প্রাক প্রাথমিকের কাল থেকে ক্লাস শুরু।প্রাক-প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের সপ্তাহের রবিবার ও মঙ্গলবার শ্রেণিকক্ষে পাঠদানের আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই আদেশে জানানো হয়েছিল, ১৫ মার্চ থেকে সপ্তাহে দুই দিন (রবিবার ও মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপ-পরিচালক (সকল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (সকল), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপজেলা/থানা রিসোর্স সেন্টার, ইন্সট্রাক্টর, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে বলা হয়েছিল।

প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে। সপ্তাহের মঙ্গলবার ও রবিবার দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাহাপরিচালক আলমগীর মুহ্ম্মদ মনসুরুল আলম জানান, প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেলিকক্ষে পাঠদান ১৫ মার্চ থেকে শুরু হবে। এছাড়া গত দুই মার্চ শুরু হওয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান চলমান থাকবে।

Classes start from the pre-primary period. The Ministry of Primary and Mass Education issued orders for children at the pre-primary level to be taught in classrooms on Sundays and Tuesdays of the week. According to the order, it has been decided to start direct class activities of pre-primary two days a week (Sunday and Tuesday) from March 15 in accordance with hygiene. The Deputy Director (All), District Primary Education Officer, Superintendent (All), Primary Teachers Training Institute (PTI), Upazila/Thana Education Officer, Upazila/Thana Resource Centre, Inspector, Upazila/Thana Resource Centre were asked to take necessary action in this regard.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group