সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির লটারি ফল 2022 সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারি ফল বিকেলে প্রকাশ করা হয়েছে। বিকেল সাড়ে চারটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে, আজিমপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।
রোববার (১২ ডিসেম্বর) মহানগর ও জেলা পর্যায়ের স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভর্তির ব্যবস্থা নিতে সব সরকারি বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির লটারি ফল 2022
দেশের ৫৪০টি সরকারি স্কুলে ভর্তির লটারি আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কাল দুপুর দুইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ভর্তির লটারির আয়োজন করা হবে। স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে। এর পরদিন আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি।
জানা গেছে, সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
লটারি শেষ হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd/) থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা ফল ডাউনলোড করে জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ইমেইল করবেন। একইসাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা ডাকতে হবে। আর যথাযথ স্বাস্থবিধি মেনে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।
ভর্তি লটারির বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর।
সারাদেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ৮০ হাজার সিটের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতি সিটের জন্য সাতটির বেশি আবেদন জমা পড়েছে।
আজ বিকেলে লটারির রেজাল্ট 2021 প্রকাশ করা হল।