শিক্ষা নিউজ

উপবৃত্তি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

উপবৃত্তি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিটিপি) ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উপবৃত্তি নিয়ে প্রশিক্ষণ পরিচালনার পরিকল্পনা করেছে সরকার। এ জন্য ৫ জানুয়ারির মধ্যে স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য চাওয়া হয়েছে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়ে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, তথ্য পাঠাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি ছক পাঠানো হয়েছে। ছকে স্কিমভুক্ত উপজেলার নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, স্কুল অ্যান্ড কলেজে, কলেজ, আলিম মাদরাসার সংখ্যা অন্তর্ভুক্ত করে পাঠাতে হবে কর্মকর্তাদের। একইসাথে উপজেলার সমন্বিত উপবৃত্তি কর্মসূচিভুক্ত মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখ করে পাঠাতে হবে।

আগামী ৫ জানুয়ারির মধ্যে তথ্যের সফট কপি ইমেইলে (hsp.tng.edu@gmail.com) ও হার্ডকপি স্কিমের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। একইসাথে বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ করেছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group