শিক্ষা নিউজ

স্থানান্তরিত হওয়া শিক্ষার্থীদের যেকোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিতে নির্দেশ

করোনার কারণে এক জায়গা থেকে অন্য স্থানে চলে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত সোমবার এই নির্দেশনা দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, অনেকেই করোনার কারণে শহর থেকে গ্রামে চলে গেছে। তাদের অনেকেই আর শহরে ফিরবে না। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের যেন ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনার ফলে স্থানান্তরিত হওয়া শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। যে যে ক্লাসে পড়ত, তার প্রমাণ দিয়ে নতুন বিদ‌্যালয়ে ভর্তি হতে হবে।

ডিপিই’র মহাপরিচালক জানান, দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। বর্তমানে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে শ্রেণিপাঠ সম্প্রচার করা হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group