শিক্ষা নিউজ

‘শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা নেই, নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ’

‘শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা নেই, নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ’ নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। তিনি বলেন, যেহেতু করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি এখনও স্বাভাবিক হয়নি তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়েছে। আর শিক্ষাবর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা এখনও নেই। নতুন বছরের শুরতেই বই উৎসব এবং বই বিতরণ শুরু হবে। এ কারণে নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এছাড়া নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত সংশোধিত পাঠ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রাথমিকের সচিব।

পরিবেশ এবং বাস্তবতা অনুযায়ী ২০ তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আকরাম আল হোসেন।

এর আগে, কোভিড পরিস্থিতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ফের বাড়ানো হয়েছে। এর ফলে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

DBC News tv Online

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group