শিক্ষা খবরশিক্ষা নিউজ

দু’টির বেশি উচ্চতর গ্রেড পাবেন না বিএড ডিগ্রিধারী শিক্ষকরা

এখন থেকে দু’টির বেশি উচ্চতর গ্রেড পাবেন না বিএড ডিগ্রিধারী শিক্ষকরা। বিএড ডিগ্রি অর্জনের দশ বছরের মাথায় আরও একটি উচ্চতর গ্রেড পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা । তবে তারা চাকরি জীবনে এ দু’টি ছাড়া আর উচ্চতর গ্রেড পাবেন না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ মঙ্গলবার (২১ জুলাই ২০২০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্তির পরে বিএড ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়ার বিষয়টি স্পস্ট করে চিঠি দিয়েছে অর্থবিভাগ। অর্থবিভাগের উপসচিব আছমা আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ১২ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত বিএড ডিগ্রিবিহীন শিক্ষকরা বিএড ডিগ্রি অর্জন সাপেক্ষে দশম গ্রেড (শিক্ষায় ডিগ্রি অর্জনের জন্য উচ্চতর গ্রেড) প্রাপ্ত হওয়ার তারিখ থেকে গনণা করে এমপিও নীতিমালা-২০১৮ এর ১১(৫) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ১০ বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে আরও একটি উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন। তবে তারা সমগ্র চাকরি জীবনে দু’টির বেশি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না।

বিএড ডিগ্রি প্রাপ্তিজনিত স্কেলটিও এক্ষেত্রে একটি উচ্চতর স্কেল হিসেবে বিবেচিত হবে বলে চিঠতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group