শিক্ষা নিউজ

দেশে করোনা পরীক্ষা করবে ৪ বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে করোনা পরীক্ষা করবে ৪ বিশ্ববিদ্যালয় আজকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোর পাশাপাশি দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করতে পারবে। এজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়গুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, পরীক্ষামূলক ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা পরীক্ষা করতে পারবে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

দেশে করোনা পরীক্ষা করবে ৪ বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

এরআগে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তাদেরকে সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে কোভিড-১৯ রোগের পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছিলেন, করোনা শনাক্তকরণে সহযোগিতার মধ্য দিয়ে এ মহামারী প্রতিরোধে কাজ করতে চাই আমরা। আমাদের দক্ষ জনবল রয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকরা এ ভাইরাস শনাক্তের জন্য প্রস্তুত বলে জানান উপাচার্য।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group