শিক্ষা নিউজ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়লো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়লো । করোনাভাইরাসের (কোডিভ-১৯) কারনে ২৫ এপ্রিল পর্যন্ত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছুটি আবারো বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বঘোষিত ৯ এপ্রিলের পরিবর্তে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিজ ঘরে অবস্থান করা। আমাদের সচেতনতাই কেবল পারে করোনা প্রতিরোধ করতে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়লো

গত ১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ২২ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group