শিক্ষা নিউজ

কারিগরি ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীদেরও ডিজিটাল ভিডিও ক্লাস হবে

কারিগরি ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীদেরও ডিজিটাল ভিডিও ক্লাস হবে। দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় কারিগরি শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে ক্লাস নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এসএসসি ভোকেশনাল কোর্সের নবম ও দশম শ্রেনির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ট্রেডভিত্তিক ডিজিটাল ক্লাস পরিচালনা করা হবে। ইতোমধ্যেই শিক্ষকদের কাছে ডিজিটাল কনটেন্ট চাওয়া হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। আর গত ৭ এপ্রিল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার।

ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীদেরও ডিজিটাল ভিডিও ক্লাস

কারিগরি শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচারের উদ্যোগ নেয়ার বিষয়টি নিশ্চিত করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহুরুল ইসলাম বলেন,সরকারি ও বেসরকারি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল কোর্সের নবম ও দশম শ্রেনির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ট্রেডভিত্তিক ডিজিটাল ক্লাস পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের কাছে ডিজিটাল কনটেন্ট চাওয়া হয়েছে। আগামীকাল ৯ এপ্রিলের মধ্যে নির্বাচিত শিক্ষকদের কনটেন্ট ইমেইলে অধিদপ্তরে পাঠাতে হবে। প্রতিটি ক্লাস ৪০ মিনিট বিবেচনা করে ডিজিটাল কনটেন্ট তৈরি করতে বলা হয়েছে শিক্ষকদের।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান অঘোষিত লকডাউন এ কড়াকড়ি আরোপ করায় শিক্ষকরা একটু প্রতিবন্ধকতার মধ্যে পড়ছেন। তবুও আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি ডিজিটাল ক্লাস পরিচালনা শুরু করতে পারব। কারিগরি অধিদপ্তরের কাছে ইতোমধ্যেই সাড়ে তিন হাজার ডিজিটাল কনটেন্ট রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group